প্রতিষ্ঠার ২৪ বছরের মধ্যে এই প্রথমবার সমাবর্তন আয়োজন করছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামি ১৭ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে ধানমন্ডি নগর অফিস থেকে নিবন্ধনকৃত গ্র্যাজুয়েটদের মধ্যে প্রথম সমাবর্তনের গাউন বিতরণ শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদ শিক্ষার্থীদের হাতে গাউন তুলে দিয়ে বিতরণ কার্য শুরু করেন। প্রথম দিনে দুপুর ১২টার মধ্যে প্রায় দুই হাজার গাউন বিতরণ হয়।
আগামীকাল ১৪ ও পরদিন ১৫ তারিখ একই স্থান থেকে গাউন বিতরণ চলবে।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে ডিগ্রি প্রদান করবেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.