শুধু ছেলে নয়, কম্পিউটার প্রোগ্রামিংয়ে মেয়েদের সাফল্যও অনেক। তাই বাংলাদেশের মেয়েদেরও পেশা হিসেবে প্রোগ্রামিং বেছে নেওয়া উচিত বলে মত প্রকাশ করেছেন অ্যাডা লাভলেস প্রোগ্রামিং ক্যাম্পে অংশগ্রহণকারী ব্যক্তি ও আয়োজকেরা। বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার একজন নারী, আর তিনি অ্যাডা লাভলেস। তাঁর নামেই প্রোগ্রামিং ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
১৩ ও ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জ আইডিয়াল হাইস্কুলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ আইডিয়াল হাইস্কুল, নারায়ণগঞ্জ হাইস্কুল ও নারায়ণগঞ্জ বিদ্যানিকেতনের ২৫ জন ছাত্রী অংশ নেয়। ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিকস ও মেকাট্রনিকস বিভাগের প্রধান লাফিফা জামাল। ছাত্রীদের তিনি ছোট থেকেই কম্পিউটার প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দেন। দুই দিনের এই ক্যাম্পে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের মৌলিক ধারণার পাশাপাশি হাতে-কলমে প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয় দেখানো হয়। ১৪ জানুয়ারি ক্যাম্প শেষে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন নারায়ণগঞ্জ আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। ক্যাম্প পরিচালনা করেন মোশাররফ হোসেন ও শাহারিয়ার রহমান।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.