বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জেলা পরিষদে সরাসরি নির্বাচন না হওয়া সংবিধান পরিপন্থী। সংবিধানে জনগণের প্রত্যক্ষ ভোটের যে অধিকার রয়েছে,তা থেকে বঞ্চিত হবেন তারা।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা করেন জোটের মহাসচিবরা। এতে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে বিএনপিসহ ২০ দলীয় জোট অংশ নেবে কি-না তা চূড়ান্ত হয়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জোটের শীর্ষ পর্যায়ের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। তবে জোটের বেশিরভাগ নেতা এ নির্বাচনে অংশ না নেওয়ার পক্ষে মত দিয়েছেন। তাদের মতে, নির্বাচনে অংশ না নিয়ে বরং সারাদেশের জেলা শহরে সমাবেশ করে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করা উচিত।
বিএনপি মহাসচিব বলেন, যে পদ্ধতিতে জেলা পরিষদ নির্বাচন হতে যাচ্ছে,তা সংবিধান পরিপন্থী। এখানে একটি ইলেক্টোরাল কলেজ তৈরি করা হয়েছে, শুধু যারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচিত হয়েছেন, তারাই এই নির্বাচনে ভোটার হবেন। জনগণের প্রত্যক্ষ ভোটের যে অধিকার রয়েছে, তা থেকে বঞ্চিত হবেন তারা।
তিনি বলেন, এই সরকারের কোনো জবাবদিহি নেই। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে কোনো কথা হয় না। এই সংসদ একটা রাবার স্ট্যাম্প সংসদ হয়ে গেছে।
বৈঠকে অংশ নেন বিএনপির শরিক দলের নেতৃবৃন্দ।