দীর্ঘ সময় ধরে অ্যালবাম ও চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেকে মজলিশ। তার সুর ও সংগীতে সিনিয়র থেকে শুরু করে এ প্রজন্মের জনপ্রিয় অনেক শিল্পীই গান গেয়েছেন। বর্তমানে দেশের অন্যতম ব্যস্ত সংগীত পরিচালক তিনি। তবে মাঝে মধ্যেই সুর ও সংগীতায়োজনের বাইরে গানও গেয়ে থাকেন জেকে। তার গাওয়া গানগুলো শ্রোতামহলে প্রশংসিতও হয়েছে। এবার প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন তিনি। ছবির নাম ‘ভালোবাসা এমনই হয়’। এ ছবির টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
গানটির কথা লিখেছেন এস আই টুটুল। এ গানের বাইরেও ছবির আরো একটি গানের সুর ও সংগীত করেছেন তিনি। গানটির নাম ‘ঠিকানা নাই’। এটি লিখেছেন সুদীপ কুমার দীপ। অন্যদিকে এ ছবির বাকি তিনটি গানের সুর করেছেন এস আই টুটুল আর সংগীতায়োজন করেছেন জেকে মজলিশ। প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে জেকে বলেন, চলচ্চিত্রের গান গাওয়া একটি চ্যালেঞ্জের ব্যাপার। এ পর্যন্ত অনেক চলচ্চিত্রের গান আমি সুর ও সংগীতায়োজন করেছি। কিন্তু এবারই প্রথম গাইলাম। কাছের যারা শুনেছেন সবাই প্রশংসা করেছেন। আশা করছি শ্রোতাদেরও ভালো লাগবে।
এদিকে বর্তমানে জেকে ব্যস্ত রয়েছেন সায়রা রেজা, শোয়েব আহমেদ, কাজী শুভ, ন্যান্সি, শফিক তুহিন, নদী, ঝিলিক, বেলাল খান, ইলিয়াস হোসেনসহ আরও বেশ কিছু শিল্পীর নতুন গানের কাজ।