প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশের আবাস হিসেবে বর্তমান রাজারবাগ পুলিশ লাইন অপ্রতুল হয়ে পড়ায় সরকার নগরীতে দ্বিতীয় পুলিশ ব্যারাক প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন শেষে ‘পুলিশ ওয়েলফেয়ার প্যারেড’-এ প্রথমবারের মতো ভাষণকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নগরীতে আরেকটি পুলিশ লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি।’ তিনি আরো বলেন, এই ব্যারাক প্রতিষ্ঠার জন্য উপযুক্ত জমি খোঁজা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণকে অধিকতর ভালো সেবা দেয়ার জন্য ঢাকা মহানগরীকে দু’ভাগে ভাগ করা হয়েছে এবং ‘এ জন্য আমরা নগরীতে আরেকটি পুলিশ লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছি।’
বাংলাদেশ পুলিশ তৃণমূলের পুলিশ সদস্যদের দেশের প্রধান নির্বাহীর সামনে দর্শক হিসাবে উপস্থিত থাকা এবং তার সঙ্গে কথা বলতে সক্ষম করে তোলার জন্য অন্যান্য সশস্ত্র বাহিনীর দরবার-এর ন্যায় বার্ষিক পুলিশ সপ্তাহের সঙ্গে এই প্রথমবারের মতো ‘পুলিশ ওয়েলফেয়ার প্যারেড’-এর আয়োজন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং মহাপুলিশ পরিদর্শক এম শহীদুল হকও অনুষ্ঠানে বক্তৃতা করেন। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব কামাল উদ্দিন আহমেদ। এতে পুলিশের কনস্টেবল থেকে শীর্ষ পদমর্যাদার কর্মকর্তারা অংশ নেন।