সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে নির্বাচন বলা যায় না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, এখন মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। শনিবার বিকেলে চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি এসব কথা বলেন।
আজ বিকেলে নগরীর নাসিরাবাদ এলাকায় এস এ ওয়ার্ল্ড নামের একটি ফ্যাশন হাউসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সোলাইমান আলম শেঠ, চলচ্চিত্রশিল্পী ফেরদৌস ও পূর্ণিমা বক্তব্য রাখেন।
এস এ ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় হুসেইন মুহম্মদ এরশাদ দাবি করেন, স্বৈরাচার বলা হলেও তাঁর সময়ে মানুষ খুন আর গুম হয়নি। সাম্প্রতিক নির্বাচন প্রশ্নবিদ্ধ উল্লেখ করে এখন মানুষের জীবনের নিরাপত্তার অভাব বলে মন্তব্য করেন এরশাদ।
বক্তব্যের শুরুতেই এরশাদ প্রশ্ন রাখেন, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনকে নির্বাচন বলা যায় কি না? জবাবে লোকজন সমস্বরে ‘না’ বলেন। এরপর এরশাদ বলেন, ‘আমরা ছিলাম স্বৈরাচার। স্বৈরাচার ছিলাম এই জন্য যে মানুষ মারি নাই। মানুষ গুম করি নাই। এখন মানুষের মধ্যে নিরাপত্তার অভাব। কে কখন উধাও হয়, কখন কাকে তুলে নিয়ে যাওয়া হয়- আমরা টেরও পাই না।’
এরপর এরশাদ বাংলাদেশের শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন বলে উল্লেখ করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.