দুর্দান্ত এক জয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো শ্রীলঙ্কা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করা ১৬৯ রান লঙ্কানরা ১ বল আগে পেরিয়ে যায় ৫ উইকেট হারিয়ে। ৫ উইকেটের এই জয়ে ৩ ম্যাচের সিরিজ শ্রীলঙ্কা জিতল ২-১ ব্যবধানে।
কেপ টাউনে শ্বাসরুদ্ধকর এই জয়ের নায়ক সেক্কুগে প্রসন্ন। এই ব্যাটসম্যানের ১৬ বলে হার না মানা ৩৭ রানটাই গড়ে দিয়েছে জয়ের পথ। শেষ দিকে রান তোলার গড়টা বাড়িয়েছেন তিনি ৩ চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংস দিয়ে। তার সঙ্গে অবদান রেখেছেন দরকারের সময় ৬ বলে অপরাজিত ১১ রানের ইনিংস খেলা আসেলা গুনারত্নে।
লক্ষ্যটা সহজ ছিল না সফরকারীদের জন্য। ১৭০ রানের সেই লক্ষ্যে শুরুটা মন্দ ছিল না তাদের। উপুল থারাঙ্গা ২০ রানে আউট হলেও আরেক ওপেনার নিরোশান ডিকভিলা খেলেন ৫১ বলে ৬৮ রানের ইনিংস, যা তিনি সাজিয়েছিলেন ১০ চার ও এক ছক্কায়। পরের দিকের ব্যাটসম্যানরা ব্যর্থ হওয়ার কঠিন হয়ে দাঁড়ায় লক্ষ্য। তবে প্রসন্নর ঝোড়ো ব্যাটিংয়ে ঠিকই জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।
এর আগে এবি ডি ভিলিয়ার্সের ফেরার ম্যাচে ব্যাটিংটা খারাপ হয়নি প্রোটিয়াদের। ডি ভিলিয়ার্স নিজেই তো হাফসেঞ্চুরি দিয়ে রাঙিয়ে নেন তার প্রত্যাবর্তন ম্যাচ। ৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় খেলেন ৬৩ রানের ঝলমলে ইনিংস। যদিও দলের হারে ফেরাটা সুখকর হলো না তার। এ ছাড়া ওপেনার রেজা হেনড্রিকস করেন ৪১ রান। অবশ্য দক্ষিণ আফ্রিকার রান ১৬৯ পর্যন্ত যাওয়ার পেছনে সবচেয়ে অবদান মাঙ্গালিসো মোসেলের। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ১৫ বলে খেলেন ৩২ রানের ঝোড়ো ইনিংস। ক্রিকইনফো
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ২০ ওভারে ১৬৯/৫ (ডি ভিলিয়ার্স ৬৩, হেনড্রিকস ৪১, মোসেলে ৩২*; প্রসন্ন ১/২১)।
শ্রীলঙ্কা : ১৯.৫ ওভারে ১৭০/৫ (ডিকভিলা ৬৮, প্রসন্ন ৩৭*, থারাঙ্গা ২০; ইমরান তাহির ৩/১৮)।
ফল : শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজ শ্রীলঙ্কা ২-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা : নিরোশান ডিকভিলা।
সিরিজসেরা : নিরোশান ডিকভিলা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.