মাগুরায় গত ২রা জানুয়ারি সোমবার থেকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুমন কুমার শিকদারের (২৮) কোনো খোঁজ মিলছে না। সুমনের আত্মীয়স্বজন ও সদর থানা পুলিশ নানাভাবে সন্ধান করলেও রোববার পর্যন্ত ডা. সুমনের কোনো খবর পাওয়া যায়নি। ডা. সুমনের বাবা সদর উপজেলার বেঙ্গা বেরইল গ্রামের সুকুমার শিকদার রোববার দুপুরে সাংবাদিকদের জানান, খুলনা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাসের পর ৩৩তম বিসিএসে (স্বাস্থ্য) উত্তীর্ণ হয়ে ডা. সুমন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। গ্রামের বাড়ি বেঙ্গা বেরইল থেকে অফিস করতেন ডা. সুমন। তবে মাঝে মাঝে মাগুরা শহরের কলেজপাড়ায় বন্ধুদের মেসেও থাকতেন তিনি। ২রা জানুয়ারি বিকালে শ্রীপুরের কর্মস্থল থেকে মাগুরা কলেজপাড়ার মেসে এসে বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে মোবাইল ফোন ফেলে রেখে বাইরে চলে যান ডা. সুমন। এরপর থেকেই তিনি নির্খোজ রয়েছেন। এ ঘটনায় ডা. সুমনের বাবা মঙ্গলবার ৩রা জানুয়ারি বিকালে মাগুরা সদর থানায় জিডি করেন। জিডির তদন্তকারী এস আই তরিকুল ইসলাম বলেন, ডা. সুমনের মোবাইল ফোনের কললিস্টসহ সবকিছুই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিভিন্ন থানায় এ বিষয়ে ম্যাসেজ দেয়া হয়েছে। সিভিল সার্জন ডা. এফবিএম আবদুল লতিফ জানান, লেখাপড়া ও চাকরি নিয়ে ডা. সুমন মানসিক অশান্তিতে ছিলেন। অপর একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডা. সুমনের মানসিক সমস্যা মাঝে মধ্যেই প্রকট হয়ে ওঠে। ইতিপূর্বেও তিনি পাঁচদিন নিখোঁজ থাকার পর বাড়ি ফিরে এসেছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.