বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ উন্নত করতে ছয় বছরে ২০ কোটি ডলারের কারিগরি সহায়তা দেবে বিশ্ব ব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। শনিবার হবিগঞ্জ জেলার বাহুবলে অবস্থিত দি প্যালেস এন্ড স্পা রিসোর্টে কর্মশালার প্রথম দিনে এই চুক্তি হয়।
২০২১ সালের মধ্যে বিনিয়োগ পরিবেশে বাংলাদেশের অবস্থান ৯৯তে তুলে আনার লক্ষ্যে কাজ করছে নতুন গঠিত কর্তৃপক্ষ বিডা। এরই অংশ হিসেবে মতবিনিময় এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা ও বেসরকারি অংশীদারদের দি প্যালেস রিসোর্টে একত্রিত করেছে বিডা।
বিডা পরিচালক তৌহিদুর রহমান খান এবং আইএফসির প্র্যাকটিস ম্যানেজার ফর ট্রেড অ্যান্ড কম্পিটিটিভনেস এসপারেঞ্জা লাসাগাবাস্টার চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম, শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়া এবং এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম, বাহুবল নির্বাহী অফিসার সাইফুল ইসলাম প্রমুখ।
এসপারেঞ্জা লাসাগাবাস্টার বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নের জন্য একটি নীতিমালা প্রণয়নে সহায়তা দেবে আইএফসি। প্রতিষ্ঠানটি বাংলাদেশে বাণিজ্য সুবিধা বাড়ানোর পাশাপাশি আর্থিক সহায়তাও দেবে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, বিডায় ওয়ান-স্টপ সেবা চালুর পাশাপাশি বিনিয়োগে সহায়তাদানকারী একটি কর্তৃপক্ষ হিসেবে এটিকে গড়ে উঠতে সহায়ক হবে এই চুক্তি। বিডা হবে (আইএফসির) অন্যতম পরিপূরক। তবে আমরা যখন কাজ করব, তখন এটা বিভিন্ন মন্ত্রণালয়কেও যুক্ত করবে।
বিডা পরিচালক তৌহিদুর রহমান খান বলেন, ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড প্রকল্পের আওতায় ছয় বছরে ২০ কোটি (২০০ মিলিয়ন) ডলারের কারিগরি সহায়তা পাওয়া যাবে। প্রথম বছরে ব্যবসা করার প্রক্রিয়া সহজ করা এবং বিভিন্ন খাতের মধ্যে প্রতিযোগিতা গড়ে তোলার জন্য কৌশলগত পরিকল্পনা তৈরিতে আড়াই কোটি ডলার ব্যয় করা হবে।
তিনি বলেন, তাদের কাছ থেকে আমরা আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা লাভ করব এবং আমাদের হয়ে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে করণীয় ঠিক করতে তারা গবেষণাও করবে। পরবর্তীতে আমরা সেসব বাস্তবায়ন করব। বিশ্ব ব্যাংক গ্রুপের ‘ডুয়িং বিজনেস ২০১৭’ প্রতিবেদনে ব্যবসা করার পরিবেশের দিক দিয়ে বিশ্বের ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৬ নম্বরে। গতবছর এ সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৭৮ নম্বরে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.