আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, সতর্কতা ও জবাবদিহিতার অভাবে বিপুল পরিমাণ টাকা জালিয়াতি হচ্ছে। বললেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
শনিবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউট্যান্টস বাংলাদেশের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আঞ্চলিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, আর্থিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, সতর্কতা ও জবাবদিহিতার অভাব পুরো দেশের জন্য হুমকি। এর ফলে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ জালিয়াতি হচ্ছে। রাষ্ট্র ক্ষতিগ্রস্থ হচ্ছে। মনে রাখতে হবে সবকিছু জনগণের টেক্সের টাকায়। তাদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সকলের দায়িত্ব।
তিনি বলেন, আর্থিক প্রতিষ্ঠানে জালিয়াতি ঠেকাতে একজন দক্ষ ও অভিজ্ঞ হিসাবরক্ষক কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। হিসাব ও নিরীক্ষার মান উন্নয়ন, তথ্য-প্রযুক্তির ব্যবহার আর্থিক স্বচ্ছতা ও নিরাপত্তা বিধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
রাষ্ট্রপতি আরো বলেন, একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়া ও বিশ্ব অর্থনীতিতে এ অঞ্চলের কর্মক্ষম জনগোষ্ঠীর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। সুতরাং দেশের প্রবৃদ্ধি ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে।