যুক্তরাষ্ট্রে হাউস স্পিকার পল রায়ান ও প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি ও ইপিএ
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পকে রুখতে কয়েক মাস আগেও ভূমিকা রেখেছেন দেশটির হাউস স্পিকার পল রায়ান। অবশেষে সেই পল রায়ানই প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে ভোট দেওয়ার কথা জানালেন।
সম্প্রতি নিজের এক নিবন্ধে পল রায়ান লিখেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর মতের পার্থক্য আছে। তবে তাঁদের মধ্যে পার্থক্যের চেয়ে একমতের বিষয়ই বেশি। আর টুইটারের এক বার্তায় পল রায়ান লিখেছেন, ‘আমি ট্রাম্পকেই ভোট দেব। আমি বিশ্বাস করি, সে (ট্রাম্প) হোয়াইট হাউসে রিপাবলিকান দলের বিষয়গুলো আইনে পরিণত করতে পারবে।’
পল রায়ানের সমর্থন পেলেও অনেক রিপাবলিকান জ্যেষ্ঠ নেতা ট্রাম্পকে সমর্থন দেওয়া থেকে বিরত আছেন। তাঁদের মধ্যে আছেন সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও ডব্লিউ বুশ।
বিবিসি জানায়, হাউস স্পিকার হিসেবে পল রায়ান রিপাবলিকান দলের নির্বাচিত সবচেয়ে জ্যেষ্ঠ নেতা। এর আগেও ট্রাম্প ও রায়ানের মধ্যে কয়েকবার বিতর্ক হয়েছে। পল রায়ানের সমর্থনের মধ্য দিয়ে ট্রাম্পের বিষয়ে রিপাবলিকান দলের মধ্যে মতপার্থক্যের অবসান ঘটছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ট্রাম্পকে সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি।
প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন সমালোচনা করেছেন ট্রাম্পের পররাষ্ট্রনীতির। তিনি একে ‘ভয়ংকরভাবে অসংলগ্ন’ বলে দাবি করেছেন। হিলারি আরো বলেন, ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা হবে ‘ঐতিহাসিক ভুল’।
উইসকনসিনের গেজেট পত্রিকার নিবন্ধে হিলারি ক্লিটনের সমালোচনা করেন পল রায়ান। তিনি লিখেছেন, হোয়াইট হাউসে হিলারি থাকা মানে হলো আরো চার বছরের জন্য লিবারেলদের দখলে। এমন একটি সরকার আসবে, যা শুধু সরকারের জন্যই কাজ করবে, জনগণের জন্য নয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.