ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ডোপিং মামলার রায় আজ। কিংসটনে ৩ সদস্যের ডোপ বিরোধী স্বাধীন ট্রাইব্যুনাল এ রায় দেবেন। দোষী সাব্যস্ত হলে ২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি।
বিশ্ব ডোপ বিরোধী এজেন্সির নির্দেশনা অনুযায়ী, ২০১৫ সালের জানুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে তাগাদা সত্ত্বেও টানা ৩ বার নমুনা সরবরাহ না করায় রাসেলের বিরুদ্ধে এ মামলা করে জ্যামাইকা এন্টি-ডোপিং কমিশন।
তবে আদালতে আত্মপক্ষ সমর্থনে তিনি বলেন, তাকে এ বিষয়ে যথাযথভাবে প্রশিক্ষণ দেয়া হয়নি।
দীর্ঘ শুনানির পর গেলো ডিসেম্বরে রায় দেয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেয় ট্রাইব্যুনাল।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.