৩৪তম বিসিএসে উত্তীর্ণ ৮৯৮ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, এসব প্রার্থীকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদমর্যাদায় নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। আজ বুধবার পিএসসির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নন-ক্যাডার নিয়োগ সংক্রান্ত আইন-২০১৪ অনুযায়ী এই সুপারিশ করা হয়েছে।
সুপারিশকৃতদের তালিকা পিএসসি নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদের সংখ্যা কম থাকায় ৩৪তম বিসিএসে উত্তীর্ণদের মধ্যে যারা ক্যাডার ও প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নির্বাচিত হয়নি তাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে সুপারিশ করা হয়েছে।
৩৪তম বিসিএস পরীক্ষার লিখিত ও মৌখিক পরীক্ষায় আট হাজার ৭৬৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়। এদের মধ্যে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। উত্তীর্ণ হওয়ার পরও যারা পদ পায়নি তাদের নন-ক্যাডার সংক্রান্ত আইন প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.