ছোটপর্দার জনপ্রিয় তারকা প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের আত্মহত্যার পর তাঁ বহু তারকা বন্ধু মুখ খুলেছেন। সামনে এসেছে রুপোলি দুনিয়ার বহু অন্ধকারময় তথ্য। এবার প্রত্যুষা প্রসঙ্গে মুখ খুললেন বলিউড বাদশাহ শাহরুখ খান।
প্রত্যুষা সম্পর্কে সম্পূর্ণ সহানুভূতি প্রকাশ করে শাহরুখ অন্য অভিনেতাদের উদ্দেশে বলেছেন, পর্যাপ্ত কাজ না পেলে কখনোই ভেঙে পড়া উচিত্ নয়। তিনি আরো বলেন, সাফল্য না এলে হতাশায় ডুবে না গিয়ে, আরো ভালো কাজ কীভাবে করা যায় সেটা ভাবা উচিত্ নতুনদের। বলিউড বা ছোটপর্দায় প্রতিদিন যে নতুন নতুন অভিনেতারা আসছেন তাদের উদ্দেশ্যে বলেছেন সময় যখন খারাপ আসবে, তখনো হাল না ছেড়ে লড়াই করে যাওয়া উচিত্। প্রত্যেকের জীবনেই ভালো এবং খারাপ সময় আসে। ভালো সময়ের কথা সবসময় ভাবা উচিত্। প্রত্যেক সফল অভিনেতার জীবনেই কোনো কোনো সময় খারাপ দিন এসেছে।
বাদশাহ আরো বলেন, কেউ যদি কাজটাকে ভালোভাবে জানেন বা বোঝেন, তাহলে আজ অথবা আগামীকাল, সেই ব্যক্তি নিশ্চয়ই কাজ পাবেন। যার প্রতিভা আছে, তার বিকাশ একদিন ঘটবেই। যদি প্রতিভা না থাকে, তাহলেও সেই বাস্তবটা মেনে নেয়া উচিত্ এবং যা পেয়েছেন সেই নিয়ে খুশি থাকা উচিত্ সেই ব্যক্তির। নতুনদের উদ্দেশ্যে বার্তা শাহরুখের।
ছোটপর্দার জনপ্রিয় সিরিয়াল ‘বালিকা বধূ’তে আনন্দী-র চরিত্রে অভিনয়ের সৌজন্যে সাফল্যের শিখরে পৌঁছন প্রত্যুষা। তার আত্মহত্যায় স্তম্ভিত গোটা টেলি দুনিয়া। তার মৃত্যুর পর থেকে সামনে এসেছে বহু অজানা তথ্য। কখনো বলা হয়েছে তার অর্থনৈতিক অবস্থা, অপর্যাপ্ত কাজ, বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহের ব্যবহার, সবকিছু নিয়েই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন প্রত্যুষা। তাই তিনি বাধ্য হয়ে এই পথ বেছে নেন। আপাতত এই ঘটনার তদন্ত চলছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.