স্পোর্টস ডেস্ক :: বিগত মৌসুমগুলোর পরিসংখ্যান বলছে, খাদের কিনারে পড়া কলকাতা নাইট রাইডার্সের ত্রতা হয়ে দেখা দেন সাকিব আল হাসান। শনিবার কেকেআরের তৃতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ঘটল একই ঘটনা। আগের ম্যাচে মুম্বাইয়ের কাছে হেরে যাওয়া কলকাতা জয়ে ফিরল সাকিবকে মাঠে নামিয়ে! বিশ্বসেরা সেরা অলরাউন্ডারকে ‘আশীর্বাদ’ই ভাবছে কেকেআর!
মুস্তাফিজুর রহমানের দল হায়দরাবাদের বিপক্ষে ৩ ওভার বল করে দিয়েছেন ১৮ রান। উইকেট পাননি। তবে যে কাজ দুটো করেছেন, তা কেকেআরের জয়ে বড় অবদানই রেখেছে। ৪৩ বলে ৩টি চার ও দুটি ছক্কায় ৫১ রান তোলা ইয়ান মরগান ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছিলেন। উমেশ যাদবের বলে মরগানকে দুর্দান্তভাবে তালুবন্দী করেন সাকিব।
শেষ দিকে সানরাইজার্সের হয়ে ঝড় তোলার ইঙ্গিত দিয়েছিলেন আশিষ রেড্ডি। ৮ বলে একটি ছক্কায় ১৩ রান করেছিলেন তিনি। দারুণ বিচক্ষণতার পরিচয় দিয়ে সেই রেড্ডিকে রানআউট করেন সাকিব।
এই দুটি কাজই বাংলাদেশের সেরা ক্রিকেটারকে আলোয় নিয়ে আসল। ভারতীয় মিডিয়ায় সাকিবকে নিয়ে লিখেছে, ‘আইপিএলের এবারের আসরে কেকেআরের জার্সিতে প্রথম মাঠে নামলেন সাকিব। ব্যাট করতে নামতে হয়নি। বল হাতে উইকেট আসেনি। তবুও তার নামের পাশে লেখা থাকল একটি রানআউট, একটি ক্যাচ ও একটি জয়।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.