চীনের প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান লিইকো সুপারকার তৈরি করেছে। এই সুপারকার স্বয়ংচালিত। এটি নিজে নিজেই পার্কিং হবে। শুধু তাই নয়, এই গাড়ি কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যাবে। অন্যদিকে গাড়িটি মোবাইল অ্যাপের মাধ্যমেও নিয়ন্ত্রণ করা যাবে।
সম্প্রতি চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত বেইজিং অটো শোতে লিইকো তাদের এই সুপারকারটি প্রদর্শন করে। এটি প্রতিষ্ঠানটির নির্মিত প্রথম সুপারকার। এই গাড়িটির নাম লিসি।
সাধারণ গাড়ির মতই দেখতে লিইকোর সুপারকার। তবে এটিকে স্পোর্টস লুক দেয়া হয়েছে। গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়েছে এলইডি লাইট। গাড়িটির কম্পার্টমেন্ট অন্যসব গাড়ির চেয়ে আলাদা। এর প্রতিটি সিট স্বতন্ত্র।
গাড়িটিতে আছে ফেস রিকগনিশন এবং সেলফ লানিং প্রযুক্তি। এই গাড়িটির স্টিয়ারিং হুইল ভাঁজ করা যায়। গাড়িটির সর্বোচ্চ গতি পাওয়া যাবে ঘণ্টায় ২১০ কিলোমিটার।
গাড়িটি বর্তমানে প্রোটোটাইপ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই এটি বাণিজ্যিকভাবে উৎপাদন করা হবে। এজন্য প্রতিষ্ঠানটি অংশীদার খুঁজছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.