নির্বাচন কমিশনের বক্তব্যের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেছেন, ‘এমন কোনো ভোটকেন্দ্র নেই, যার সামনে বন্দুকযুদ্ধ হয়নি। আর কমিশন বলছে তৃতীয় ধাপের নির্বাচন আরও ভালো হয়েছে!’ সরকার জনগণকে বায়োস্কোপ দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (২৪ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে নোমান বলেন, ‘এ সরকার নির্বাচনের নামে তামাশা আর জনগণকে বায়োস্কোপ দেখাচ্ছে। কমিশন নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কোনো ধরনের শক্ত পদক্ষেপ নেয়নি।এমন কি যেসব কেন্দ্রে ভোটডাকাতি হয়েছে, সেসব কেন্দ্রও বাতিল করেনি।’
দেশের গার্মেন্টস খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বাংলাদেশের অর্ধেকেরও বেশি গার্মেন্টস বন্ধ আছে। আর রানাপ্লাজার ক্ষতিগ্রস্তরা এখন পাগলপ্রায়।’
যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মা-বোন ইজ্জত দিয়েছে, সেই গণতন্ত্র কোথায়? প্রশ্ন রেখে বিএনপির এ নেতা বলেন, ‘আজকে শুধু গণতন্ত্রকে হরণ নয়, দেশ লুটপাটে ভরে গেছে। আমাদের যে রিজার্ভ গলার উপরে উঠে গিয়েছিল, সে রিজার্ভ নিচে নেমে গেছে।’
সরকারের পতন প্রসঙ্গে নোমান বলেন, ‘আলোচনা বা টেলিভিশনে কথা বলার মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তারা যদি আমাদের একজনকে আঘাত করে, তাহলে তাদেরকেও আমাদের আঘাত করতে হবে। তা না হলে এ সরকারের পতন সম্ভব নয়।’
সংগঠনের সভাপতি এম গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, ব্যারিস্টার পারভেজ আহমেদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.