তথ্য মন্ত্রণালয় জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৫-এর খসড়ার ওপর আগামী সাত কর্মদিবস পর্যন্ত আরো মতামত গ্রহণ করবে। এবিষয়ে মতামত জানাতে চাইলে, লিখিতভাবে সচিব বরাবর প্রেরণ করতে হবে। প্রাপ্ত মতামত নিয়ে আরেক দফা বৈঠকে বসবেন অংশীজনেরা। গতকাল দুপুরে রাজধানীর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার ওপর অংশীজনদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। গত বছর অর্থাৎ ২০১৫ সালের ২১ জুলাই সকলের মতামতের জন্য উন্মুক্ত রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালাটির খসড়া তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদের সভাপতিত্বে বৈঠকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে যোগ দেন।
দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ মফিজুর রহমান, বিএফইউজে মহাসচিব মোঃ ওমর ফারুকসহ সাংবাদিক নেতৃবৃন্দ বৈঠকে নীতিমালার খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলম, প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ লিয়াকত আলী খান, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সরাফ উদ্দিন আহমেদ, অতিরিক্ত সচিব (সম্প্রচার) শাহজাদী আঞ্জুমান আরা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক শাহ আলমগীর, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবদের মধ্যে মোঃ নাসির উদ্দিন আহমেদ, মোহাম্মদ নূরুল ইসলাম, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোঃ ইসতাক হোসেন ও সংশিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.