চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল কাল আজ প্রকাশ করা হবে। বরাবরের মতো এবারও সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন। পরে দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। এর পরপরই পরীক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, অনলাইন এবং এসএমএসের মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের পরীক্ষায় আটটি সাধারণ শিক্ষা, কারিগরি এবং মাদরাসাসহ মোট ১০টি বোর্ডে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৮ লাখ ৪২ হাজার ৯৩৩ জন ছাত্র এবং ৮ লাখ ৮ হাজার ৫৯০ জন ছাত্রী। গত বছরের তুলনায় এবারের পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ৫৬ হাজার ২৮৬ জনসহ মোট পৌনে ২ লাখ বেশি শিক্ষার্থী অংশ নেয়। এ বছর দেশের বাইরে আটটি কেন্দ্রে পরীক্ষা নেয়া হয়েছে। এ সব কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৪০৪ জন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.