বাজেটে ব্যবসায়ীর কথা যেমন ভাবতে হয়, তেমনি দরিদ্র চাষির কথাও ভাবতে হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘সবার কথা ভাবতে হয় বলে বাজেট উচ্চাভিলাষী প্রয়োজন। এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেট নিয়ে এনটিভি ও এফবিসিআইয়ের বিশেষ আয়োজন ‘কেমন বাজেট চাই’ অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী। আজ শুক্রবার রাত ৮টা ১০ মিনিট থেকে সাড়ে ১০টা পর্যন্ত বিরতিহীনভাবে এ অনুষ্ঠান চলে।
টানা নবমবারের মতো এনটিভি ও এফবিসিসিআই এই অনুষ্ঠান আয়োজন করল।
রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল, চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও নিউইয়র্কের এনটিভি স্টুডিও থেকে এ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে এনটিভি।
অনুষ্ঠানে প্যানেলে উপস্থিত থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও প্রবাসীদের প্রশ্নের জবাব দেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।
প্যানেল আলোচনায় আরো ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সিদ্দিকুর রহমানও প্যানেলে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রীর বক্তব্য
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘দশম বাজেট দিচ্ছি, এটা আমার জন্য সৌভাগ্যের। আমার অপূর্ণ ইচ্ছা থাকে, যা ধরাছোঁয়ার মধ্যে আসে না, সেটা করার চেষ্টা করি। বাজেটে যেমন ব্যবসায়ীর কথা যেমন ভাবতে হয়, তেমনি দরিদ্র চাষির কথাও ভাবতে হয়। আমি উচ্চাভিলাষী বাজেট দিতে পছন্দ করি। সেই বাজেটের সুফল আমরা পাচ্ছি।’
‘আগামী বাজেট আগের মতোই হবে। তবে কিছু প্রজেক্ট যোগ হবে। এখন আটটি মেগা প্রজেক্ট আছে, এই সরকারের সময়ে আরো হয়তো দু-তিনটি মেগা প্রজেক্ট হবে। এসব নিয়ে আলাদা একটি বিষয় বাজেটে উল্লেখ থাকবে।’
অর্থমন্ত্রী বলেন, ‘আামি বারবার বলি, আমি সুদের হার নির্ধারণ করি না। আপনারাই সুদের হার বাড়িয়েছেন-কমিয়েছেন। তবে আমরা অন্যভাবে সাহায্য করতে পারি। আমার বিশ্বাস আপাতত এটা এখানেই থাকবে। তবে এটা কমবে। আগামী দুই বছর আমাদের বিনিয়োগের জন্য সুবর্ণ সময়। সেটা কাজে লাগাতে হবে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.