মন্ত্রী থেকে সাংবাদিক, সঙ্গে উৎসুক মানুষ। সবাই অপেক্ষা করছেন। সবাই শুনেছেন মুস্তাফিজকে বহনকারী বিমান ছুঁয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। এক সময় এলেন মুস্তাফিজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মুস্তাফিজকে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। আরিফ খান জয় বলেন, ‘মুস্তাফিজ আমাদের জাতীয় বীর।’ মুস্তাফিজকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়ার কথাও জানিয়ে দিলেন মন্ত্রী। তবে সদা লাজুক মুস্তাফিজ ছিলেন কেবলই হাসির মধ্যেই সীমাবদ্ধ। কেমন লাগছে এখন? শুরুতেই বললেন, ‘এখন কেবলই বাবা-মাকে মনে পড়ছে।’ প্রথমবারের মতো গিয়েই জয় করলেন আইপিএল। কেমন লাগছে? এবারো ছোট উত্তরই দিলেন মুস্তাফিজ, ‘ভালো লাগছে বেশ। আমি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো খেলতে পেরেছি- এতেই বেশ ভালো লাগছে।’ মুস্তাফিজ আরো বললেন, ‘এটা তো কেবল শুরু। আমি এখনো শিখছি। ভবিষ্যতেও শিখব।’
পায়ের চোটের কী অবস্থা? মুস্তাফিজ জানালেন, পায়ের চোটটা আছে। তিনি বলেন, ‘আগে বিসিবিতে যোগাযোগ করব। ওখানে চিকিৎসক কী বলে তা জানব। এর পরই পরিকল্পনা করব।’
আপনার ভাষা নিয়ে হৈচৈ। এ নিয়ে কিছু? মুস্তাফিজ এবারো হাসলেন। বললেন, ‘খুব ভালো লেগেছে অনেকেই আমার কাছে এসেছেন বাংলা শেখার জন্য। আমি তো কেবল বাংলা আর ক্রিকেটের ভাষা বুঝি। আর অন্যরা আমার কাছে বাংলাও শিখতে চেয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.