সারা দেশে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাতবার্ষিকী। আজ সোমবার ছিল জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পাঁচ বছরের মাথায় ১৯৮১ সালের এ দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন ১৯৭৭ সালের ২১ এপ্রিল । এর পরের বছর ১ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে বিএনপি।
দিনটি উপলক্ষে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। এসব কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হতে হয়েছে বিভিন্ন জেলায়। এমনকি পুলিশের লাঠিচার্জে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.