বিদেশে শ্রম বাজার আরও সম্প্রসারণের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এছাড়াও তারা বৈদেশিক কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব নিরসনের লক্ষ্যে শ্রমিক গ্রহণকারী দেশগুলোর সঙ্গে দ্বি-পাক্ষিক আলোচনা অব্যাহত রাখার জন্যও বলেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এতে সভাপতিত্ব করেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দিন, বেগম মন্নুজান সুফিয়ান, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহফুজুর রহমানসহ সংশ্লিস্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর সৌদী আরবে শ্রম বাজার উন্মুক্ত হওয়ায় কমিটির সদস্যরা বৈঠক থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসিকে অভিনন্দন জানান। পাশাপাশি তারা সংযুক্ত আরব-আমিরাত, কুয়েতসহ বহির্বিশ্বে বাংলাদেশের শ্রমবাজার আরো প্রসারিত করতে উদ্যোগ নিতে বলেন। এসব দেশে শ্রমবাজার সম্প্রসারণের করণীয় সম্পর্কে, মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া বহির্ভূত দেশেসমূহে বিশেষ করে ইতালী, রোমানিয়া, জার্মানীসহ ইইউভক্ত দেশে জনশক্তি প্রেরণের কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলা হয়।
এছাড়াও দেশের জনশক্তিকে জনসম্পদে পরিণত করার লক্ষ্যে দেশব্যাপী (স্বল্প ও দীর্ঘমেয়াদী) প্রশিক্ষণ কার্যক্রমকে অধিকতর গতিশীলকরণের উদ্দেশ্যে বছরভিত্তিক প্রশিক্ষিত জনসম্পদ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং উক্ত জনসম্পদকে স্বল্প সময়ের মধ্যে বহির্বিশ্বে প্রেরণের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান পদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে পদাধিকার বলে চেয়ারম্যান নিয়োগ করা এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখাগুলোকে ভালভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল পদায়নের সুপারিশ করা হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.