১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। ছবি : সংগৃহীত
অভিনয়শিল্পী জয়া আহসান সব সময় চরিত্রনির্ভর চিত্রনাট্য পছন্দ করেন। সৃজিত মুখার্জি পরিচালিত ‘রাজকাহিনী’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। সেই অভিনয়ের কল্যাণেই কলকাতার ১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন জয়া আহসান। ‘রাজকাহিনী’ ছবিতে সেরা পার্শ্ব-চরিত্র অভিনেত্রীর জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। এ ছাড়া একই ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরিচালক সৃজিত মুখার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত, জয়া আহসানসহ ছবির কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন।
সৃজিত মুখার্জি লিখেছেন, ‘রাজকাহিনী ছবির জন্য ১৬তম টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও সেরা পার্শ্ব-চরিত্র অভিনেত্রী জয়া আহসান। রাজকাহিনী ছবির কলাকুশলীদের স্বাগত।’
কলকাতার টেলিসিনে সোসাইটির আয়োজনে এক যুগের বেশি সময় ধরে কলকাতার চলচ্চিত্র ও টিভি সিরিয়ালের বিভিন্ন শাখায় শিল্পীদের টেলিসিনে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে।
টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশহগ্রহণ করতে সম্প্রতি কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। খুব শিগগির ঢাকায় ফিরবেন বলে জানান তিনি।
জয়া আহসান বাংলাদেশের ‘চোরাবালি’ ও ‘গেরিলা’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.