মসজিদে নববীতে নামাজ আদায় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সিয়াম সাধনার মাস একদিন বড় হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। পবিত্র এ রমজান মাসের প্রাক্কালে সৌদি আরবে অবস্থানের কারণে একটি রোজা বেশি রাখবেন তিনি।
বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে পাঁচদিনের সরকারি সফরে গত শুক্রবার প্রধানমন্ত্রী সৌদি আরব সফরে যান। আর দেশটির প্রচলিত নিয়ম অনুযায়ী বাংলাদেশের স্থানীয় সময়ের একদিন আগে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আর তাই আজ সোমবার থেকেই রোজা রেখেছেন প্রধানমন্ত্রী।
আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। আর চাঁদ দেখার পর নির্ধারিত হয়েছে আগামীকাল মঙ্গলবার থেকে বাংলাদেশে রমজান শুরু হবে।
তবে আগামীকাল বাংলাদেশিদের জন্য সিয়াম সাধনার মাস শুরু হলেও প্রধানমন্ত্রীর জন্য এটা হবে রমজানের দ্বিতীয় দিন।
উল্লেখ্য, সৌদি আরব সফরে গিয়ে শুক্রবার পবিত্র মক্কা নগরীর হেরেম শরিফে (মসজিদ আল-হারাম) ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী। এরপর আজ সোমবার মদিনা মনোয়ারায় মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেন তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.