অপেশাদার ফুটবলে ক্যারিয়ারের শুরু তার। আর গত বছর পা ভেঙে তার ক্যারিয়ারই অনিশ্চিত দেখাচ্ছিল। তবে এবার ভিন্ন গল্প ২৬ বছর বয়সী এ মিডফিল্ডারের। ইংল্যান্ড জাতীয় দলে সুযোগ পেলেন মিকাইল অ্যান্টোনিও। বিশ্বকাপ বাছাই পর্বে আগামী ৪ঠা সেপ্টেম্বর স্লোভেনিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। গতকাল দল ঘোষণা করেন ইংল্যান্ডের নতুন কোচ স্যাম অ্যালারডাইস। দলে ফিরেছেন আর্সেনাল ফরোয়ার্ড থিও ওয়ালকট ও লেস্টার সিটির মিডফিল্ডার ড্যানি ড্রিঙ্কওয়াটার। সর্বশেষ ইউরো কাপে দেখা যায়নি এ দু’জনকে। দল থেকে বাদ পড়লেন এভারটন উইংগার রস বার্কলি ও আর্সেনাল মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার। ইংল্যান্ডের লীগের বাইরের (নন-লীগ) ক্লাব টুটিং ও মিচাম ইউনাইটেডে ক্যারিয়ারের শুরু মিকাইল অ্যান্টোনিওর। আর নটিংহ্যাম ফরেস্ট থেকে গত বছর প্রিমিয়ার লীগের দল ওয়েস্ট হ্যাম ইউনাইটেডে যোগ দেন অ্যান্টোনিও। আর দল ঘোষণা শেষে ইংল্যান্ড কোচ স্যাম অ্যালারডাইস বলেন, সে (মিকাইল) দারুণ ফর্মে রয়েছে। অসাধারণ উন্নতির আরেক উদাহরণ সে। এটা দারুণ ব্যপার- নন লীগ আসর থেকে এখন সে জাতীয় দলে। প্রথম মৌসুমে সে ৯ গোল পেয়েছে। সে ভীষণ একজন অ্যাথলেট। ভালো ক্রস করে ও গোলও পায়। ইংল্যান্ডের ২৩ জনের দলে যথারীতি জায়গা নিয়েছেন নন-লীগ থেকে আসা অপর ফুটবলার জেমি ভার্ডি। কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে অবহেলিত দেখাচ্ছে শীর্ষ গোলরক্ষক জো হার্টকে। মৌসুমের শুরুর পাঁচ ম্যাচের চারটিতে ম্যানসিটির বেঞ্চে বসে কাটে হার্টের। তবে কোচ অ্যালারডাইস আস্থা রাখলেন হার্টের ওপর। রোববার ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েস্ট হ্যামের বিপক্ষে ৩-১ গোলে জয় কুড়ায় ম্যান সিটি। আর প্রতিপক্ষ মাঠে ওয়েস্ট হ্যামের গোলটি পান মিকাইল অ্যান্টোনিও। গোলরক্ষক: ফ্রেজার ফরস্টার (সাউদাম্পটন), জো হার্ট (ম্যান সিটি), টম হিটন (বার্নলি)। ডিফেন্ডার: গ্যারি ক্যাহিল (চেলিস), নাথানিয়েল ক্লাইন (লিভারপুল), ফিল জাগিয়েলকা (এভারটন), ড্যানি রোজ (টটেনহ্যাম), লুক শ’ (ম্যানইউ), ক্রিস স্মলিং (ম্যানইউ), জন স্টোনস (ম্যান সিটি), কাইল ওয়াকার (টটেনহ্যাম)। মিডফিল্ডার: ডেলে আলি (টটেনহ্যাম), মিকাইল আন্টোনিও (ওয়েস্ট হ্যাম), এরিক ডায়ার (টটেনহ্যাম), ড্যানি ড্রিঙ্কওয়াটার (লেস্টার সিটি), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), অ্যাডাম লালানা (লিভারপুল), ওয়েইন রুনি (ম্যানইউ), রাহিম স্টারলিং (ম্যান সিটি) থিও ওয়ালকট (আর্সেনাল)। স্ট্রাইকার: হ্যারি কেন (টটেনহ্যাম), ড্যানিয়েল স্টারিজ (লিভারপুল), জেমি ভার্ডি (লেস্টার সিটি)।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.