
তিনি বলেন, এই ধরনের সাঁড়াশি অভিযানের কথা বলে ইতিমধ্যেই ক্রসফায়ার বা তথাকথিত বন্দুকযুদ্ধের ঘটনা বেড়ে গেছে। ৯ জন ইতিমধ্যে বন্দুক যুদ্ধে নিহত হয়েছে। এটা হচ্ছে তাদের সেই কৌশল, যেই কৌশল করে তারা এখানে জনগণের আন্দোলনকে দমিয়ে রেখেছিল। আজকে এই সাঁড়াশি অভিযানের অজুহাত নিয়ে তারা আবারো বিরোধী দলের ওপর চড়াও হবে বলে আমরা আশঙ্কা করছি।
শুক্রবার সকালে রাজধানীর আগারগাঁও পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভেরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে দেখতে গিয়ে এসব কথা বলেন ফখরুল। এ সময় তিনি চিকিৎসকদের কাছে থেকে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করেছে। এটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে, ঘোলা পানিতে তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়।’