ভারতে দারুণ সময় কাটছে মুস্তাফিজুর রহমানের। ভাষাগত সমস্যা থাকলেও সতীর্থদের সঙ্গে বন্ধুত্ব হতে সময় লাগেনি বাংলাদেশের কাটার-মাস্টারের। সানরাইজার্স হায়দরাবাদের কাছে তিনি এখন আদরের ‘ফিজ’। প্রথমবার আইপিএলে অংশ নিয়েই মুস্তাফিজ যেমন আলোচনার কেন্দ্রে, তেমনি গত কয়েক মৌসুমের ব্যর্থতা ভুলে সানরাইজার্সও সাফল্যে উদ্ভাসিত। প্রথম দল হিসেবে সেরা চারে অংশগ্রহণ নিশ্চিত করার পর দলীয় সঙ্গীত গেয়েছেন সানরাইজার্সের কোচ-খেলোয়াড়রা। যেখানে মুস্তাফিজেরও ছিল সরব উপস্থিতি।
গত রোববার মোহালিতে কিংস ইলেভেন পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে প্লে-অফে অংশগ্রহণ নিশ্চিত করেছে হায়দরাবাদ। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তারাই এখন আইপিএলের শীর্ষে। এবারের আইপিএলে হায়দরাবাদের জয়ের পর একটি ঘটনা নিয়মিত ঘটেছে। সেটা হলো কেক কেটে জয় উদযাপন। আর তারপর ম্যাচের সেরা খেলোয়াড়ের মুখে কেক মাখিয়ে দেওয়া!
রোববার অবশ্য একটু অন্যভাবে সাফল্য উদযাপন করেছে সানরাইজার্স। প্রথমে কোচ টম মুডি একটি বক্তৃতা দিয়েছেন। সেখানে তিনি দলের সবাইকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি প্লে-অফ নিশ্চিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন শিষ্যদের। বিশেষ করে পাঞ্জাবের বিপক্ষে দারুণ ব্যাটিং করা পাঁচজনের নাম উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার। এভাবে খেলতে পারলে দল যে অনেক দূর যেতে পারবে, সেই আশাবাদও ব্যক্ত করেছেন সানরাইজার্স কোচ।
সবশেষে দলীয় সঙ্গীতে গলা মিলিয়েছেন সবাই। গানটা হাতে লিখে সানরাইজার্সের ফেসবুক পেজে শেয়ারও করেছেন দলটির পরামর্শক ও ভারতের সাবেক তারকা ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ।
হায়দরাবাদের পরবর্তী ম্যাচ ২০ মে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে। ২২ মে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা। মানে ইডেন গার্ডেন্সে সাকিব বনাম মুস্তাফিজ লড়াই!
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.