জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন জাসদ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন।
জাসদ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন দলটি নেতারা। জাসদ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আনোয়ার হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘আপনার এ মন্ত্রীকে থামান।’
আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ (ইনু) আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে আনোয়ার হোসেন এ কথা বলেন।
আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সেই নেত্রীকে উদ্দেশ করে বলছি। আপনার এ মন্ত্রীকে থামান। এ সংকটে তিনি যে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন যে অনৈক্যের সৃষ্টি করছেন, অবিলম্বে তাঁর মুখ বন্ধ করুন। আর সৈয়দ আশরাফকে বলব, আপনি জনপ্রশাসনের দিকে মন দিন। আপনি কীভাবে মন্ত্রিত্ব চালান, আমরা জানি, দেশবাসী জানে।’
জাসদের (ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, ‘আমাদের প্রিয় তথ্যমন্ত্রী যখন অক্লান্ত পরিশ্রম করছেন তখন এ ধরনের কাঁদা ছোড়াছুড়ি আমাদের ঐক্যকে বিনষ্ট করবে।’
এদিকে, এক প্রেসবিজ্ঞপ্তিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ স ম আব্দুর রব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘তাঁর ওই বক্তব্য গ্রহণযোগ্য নয়, বঙ্গবন্ধু হত্যার জন্য জাসদ নয়, বরং আওয়ামী লীগই দায়ী।’
‘গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত ও বিনষ্ট করতে চেয়েছিল জাসদ, এমনকি বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশও তৈরি করেছিল দলটি। যারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে অতিবিপ্লবী, তাদের হটকারী আখ্যা দিয়ে শতভাগ ভণ্ড বলেও মন্তব্য করেন তিনি।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.