সদ্য কারামুক্ত সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনকে সংবর্ধনা দিয়েছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে ঢাকা থেকে সড়কপথে বঙ্গবন্ধু সেতু অতিক্রম করার পর সেতুর পশ্চিম পাড়ে গোলচত্বরে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান। পরে নেতাকর্মীদের নিয়ে সেতুর পশ্চিম পাড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রিয়াজ উদ্দিন।
এরপর সেখান থেকে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে রিয়াজ উদ্দিন বলেন, ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আমাকে ১১ মাস জেল খাটতে হয়েছে। মহান আল্লাহর অশেষ রহমতে এবং দলীয় নেতাকর্মীদের ভালোবাসার টানে সব ষড়যন্ত্রের জাল ভেদ করে আমি মুক্ত হয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল খান, সাংগঠনিক সম্পাদক সেলিম আহম্মেদ, অর্থবিষয়ক সম্পাদক আজিজুল হক তালুকদার, জেলা আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক এমদাদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুল ইসলাম সজল, কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মুন্সী, ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক একরামুল হক, কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সয়দাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল আজিজ মণ্ডল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নবিদুল ইসলাম, শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম আজম তালুকদার বাবলুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী।
দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নিজ গ্রাম সদর উপজেলার বাগবাটিতে যান রিয়াজ উদ্দিন। সেখানে দলীয় নেতাকর্মীদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গত বছরের ৫ আগস্ট ঢাকার নিজ বাসা থেকে সোনা চোরাচালান মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে আটক হন রিয়াজ উদ্দিন। চলতি বছরের ২২ মে তাঁর মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দীর্ঘ ১১ মাস কারাবন্দি থাকার পর গত ২৬ জুন গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন রিয়াজ উদ্দিন।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.