স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সরকার উৎখাতে ও তৃতীয় শক্তিকে পুনরায় ক্ষমতায় আনতে সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে। এই ষড়যন্ত্র জনগণ কোনোদিন সফল হতে দেবে না।’
আজ রোববার সন্ধ্যায় ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘নির্বাচনের বিকল্প কোনো পন্থা নেই সরকার পতনের। কাজেই অশান্ত পরিবেশ তৈরি করে তৃতীয় পক্ষকে আসার ক্ষেত্র তৈরি করার পরিকল্পনা থেকে জাতি মুক্তি চায়।’
গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এটি অত্যন্ত বাজে ইঙ্গিত।’ তিনি বলেন, ‘বিপথগামীদের দিকে পরিবারকেই খেয়াল রাখতে হবে।’
ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর উপস্থিত ছিলেন।
ইফতার অনুষ্ঠানে হলি আর্টিজান রেস্তোরায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এ সময় তাঁদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করা হয়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.