যুদ্ধাবসানের কয়েক ঘণ্টা পর ফের কেঁপে উঠলো সিরিয়ার আলেপ্পো শহরের পূর্বাঞ্চল। যুদ্ধবিরতি ঘোষণার পর বোমা হামলা চালানো হয়েছে সিরিয়ার আলেপ্পোতে।
চুক্তি অনুযায়ী শহরটি ছেড়ে যাবার কথা বিদ্রোহীদের। তবে বেসামরিক মানুষ ও বিদ্রোহীদের কাউকেই এখন পর্যন্ত শহর ছাড়তে দেখা যায়নি। এমনটি জানিয়েছে মানবাধিকার কর্মীরা।
সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, বুধবার সকাল থেকে আলেপ্পো ছাড়ার কথা ছিল বিদ্রোহীদের। তবে কোনো কারণ না জানিয়ে তারা দেরি করছে। এতে সাধারণ নাগরিকরা ভয়ে আছে। এর আগে গেলো সপ্তাহে ভয়াবহ লড়াইয়ের পর শহরটির নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় সরকারি বাহিনী।