রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পরিপ্রেক্ষিতে আগামীকাল জুমার খুতবা নির্ধারণ করে দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। খুতবাটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঠ করা হবে। এটি দেশের সব মসজিদে অনুকরণ ও অনুসরণ করার জন্য বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
খুতবায় জঙ্গিবিরোধী বক্তব্য উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি সন্তানদের সুরক্ষার জন্য বাবা-মায়ের প্রতিও আহ্বান জানানো হয়েছে।
খুতবায় বলা হয়েছে, ‘মহানবী বলেন, সর্বোচ্চ কবিরা গুনাহ হলো মানুষ খুন করা। এখানে মুসলিম-অমুসলিম পার্থক্য করা হয়নি।’ (সুরা মায়েদা : ৩২) এতে উল্লেখ করা বলা হয়েছে, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করল, সে যেন দুনিয়ার সকল মানুষকেই হত্যা করল।’
খুতবায় আরো বলা হয়েছে, ‘ওহে মুসলিমগণ, আপনারা আপনাদের সন্তান-সন্তুতির বিষয়ে বিশেষভাবে মনোযোগী ও সাবধান থাকুন। তাদের সুন্দর চরিত্রের শিক্ষা দিন।
তাদের বিষয়ে সজাগ থাকুন যে আপনার সন্তানকে আপনার চোখ ফাঁকি দিয়ে যেন সন্ত্রাসীরা বেড়ে নিতে না পারে। সন্ত্রাসীরা এ অবুঝ সরল কিশোরদের পরিবারের নিয়ন্ত্রণ থেকে ভাগিয়ে নিয়ে নানা অপকর্মের প্রশিক্ষণ দিয়ে জঙ্গি বানাতে চেষ্টা করে থাকে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.