বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মৃত গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটুকু ঠুকে দিয়েছে সরকার।
আজ শনিবার রাতে দলীয় কার্যালয়ে ঠাকুরগাঁও পৌর বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দেখেছি উপজেলা নির্বাচন। আমরা এরপর দেখেছি পৌরসভা নির্বাচন। এবার ছয় পর্যায় দেখলাম ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মৃত গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটুকুও ঠুকে দেওয়া হয়েছে। এই সরকার সেটা অত্যন্ত সুপরিকল্পিতভাবে, সেই মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গিয়ে, আজকে আবার বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থাকে ভিন্ন আঙ্গিকে তারা প্রতিষ্ঠা করার সব আয়োজন সম্পন্ন করেছে।’
প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ধরনের বাজেট দেশকে আরো বেশি করে সংকটের মধ্যে ফেলবে। আজকে যে ধরনের বাজেট দেওয়া হয়েছে তাতে শুধু সরকারি বিনিয়োগকে বাড়ানো হয়েছে। কিন্তু বেসরকারি বিনিয়োগ যার ওপর আমাদের অর্থনীতিকে নির্ভর করতে হবে, সেই বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই।’
বিএনপি মহাসচিব বলেন, অনেকগুলো বিষয়ের ওপর কর আরোপ করায় সাধারণ মানুষ বিপাকে পড়বে। আজকে কৃষির মেরুদণ্ড ভেঙে দেওয়ার ফলে অনেকে কৃষিকাজ ছেড়ে দিয়েছে। ধানের দাম না পাওয়ায় কৃষকরা অন্য কাজে লিপ্ত হচ্ছে। খাদ্যনিরাপত্তার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়ছে। আজকে বাজেট বাড়ানোর অর্থ হচ্ছে সরকারের অর্থ ব্যয় করবে আর দুর্নীতি লুটপাট চলবে।
ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবদুল হালিমের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক তৈমুর রহমান প্রমুখ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.