ছিলেন রেসলার। চলে এলেন অভিনয়ে। রেসলিংয়ে যেমন সবাইকে কুপোকাত করেছেন, তেমনি অভিনয়ের মাঠেও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন ‘দ্য রক’। আসল নাম ডাউনি জনসন।
ব্যবসাবিষয়ক সাময়িকী ফোর্বস প্রতিবছর সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেতা-অভিনেত্রীদের তালিকা করে। এ বছর এই তালিকার শীর্ষে রয়েছেন ডাউনি জনসন।
২০০১ সালে ‘দ্য মাম্মি রিটার্নস’ ছবির মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করেন ডাউনি জনসন। গত ১৫ বছরে ৬৪ দশমিক ৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছেন তিনি। এ খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক দি ইনডিপেনডেন্ট।
গত কয়েক বছরে বেশ কয়েকটি ব্যবসাসফল ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন ডাউনি। এর মধ্যে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজ অন্যতম।
২০১১ সালে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের পঞ্চম কিস্তিতে প্রথম দেখা গিয়েছিল ডাউনিকে। এই ছবিতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
২০১২ সালে প্রথম ফোর্বসের তালিকায় স্থান পান ডাউনি। সে সময়ে ১৯তম স্থানে ছিলেন তিনি।
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা নির্বাচিত হওয়ার পর ইনস্টাগ্রামে ডাউনি লিখেছেন, ‘এ ধরনের খবর সব সময় আমাকে মনে করিয়ে দেয় নিজের কাজ সম্পর্কে আরো সচেতন হতে হবে। নিজেকে নতুন স্তরে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ তৈরি হয় এর মাধ্যমে।’
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.