একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন দলীয়প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রী বলেন , ‘বর্তমান সরকারের মেয়াদ আড়াই বছর এরই মধ্যে চলে গেছে। দুই বছর তিন মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এখন থেকে আপনাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।’
বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় সভাপতির ভাষণে শেখ হাসিনা এ কথা বলেন। সভা শেষে কয়েকজন সংসদ সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ সময় প্রধানমন্ত্রী দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিজ নিজ আসনে সক্রিয় কমিটি গঠন করার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সব শ্রেণি-পেশার মানুষকে অন্তর্ভুক্ত করে আপনাদেরকে নিজ নিজ এলাকায় সক্রিয় কমিটি গঠন করতে হবে।
দলের সংসদ সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ বর্তমানে একটি বৈশ্বিক সমস্যা। এ নিয়ে শংকিত হওয়ার কোনো কারণ নেই। অতীতে আমরা বহু সমস্যা সামাল দিয়েছি। বর্তমানে এই সমস্যাও আমরা মোকাবিলা করব।
গোটা বিশ্ব এখন সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলা করছে উল্লেখ করে আওয়ামী লীগপ্রধান বলেন, অন্যান্য দেশ এই সমস্যা নিয়ন্ত্রণ করতে না পারলেও বাংলাদেশ এই সামাজিক অভিশাপ দমন করতে সক্ষম হবে।
‘আমাদের একটি শক্তিশালী দল এবং বিপুল দলীয় লোক রয়েছে। আমরা অবশ্যই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হব।’
প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করতেও দলীয় সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।
আজ রাজধানীর কল্যাণপুরে জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনার জন্য প্রধানমন্ত্রী আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, তারা একটি বীরোচিত ভূমিকা পালন করেছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.