সিরাজগঞ্জে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার করা বিপুল মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। রোববার দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ।
এ সময় মুখ্য বিচারিক হাকিম মো. আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড. ইমান আলী, জ্যেষ্ঠ বিচারিক হাকিম নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ কোর্ট পরিদর্শক মো. শহীদুল্লাহ জানান, পুলিশের উদ্ধারের পর আদালতের আদেশে নিষ্পত্তিকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। ধ্বংস হওয়া মাদকদ্রব্যগুলো হচ্ছে দুই হাজার ৭০০ বোতল ফেনসিডিল, ১৯৯ কেজি গাজা, দুই হাজার ৭৯০ পিস ইনজেকশন ও ৪৬২ লিটার চোলাই মদ।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.