ফ্রান্স কর্তৃপক্ষ দেশটিতে গত কয়েক মাসে ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, উগ্রপন্থী মতবাদ রুখতে জরুরি ক্ষমতা বলে সামনে আরও মসজিদ বন্ধ করে দেয়ার পরিকল্পনা রয়েছে।
ফ্রান্সে বেশ ক’টি বড় হামলার প্রেক্ষাপটে এমন সিদ্ধান্ত নেয়া হল। খবর বিবিসির।
ফ্রান্সের মসজিদগুলোতে বিদেশ থেকে আসা অর্থ সহায়তা উগ্রবাদী চিন্তাধারা উৎসাহিত করতে ব্যবহৃত হচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে।
বার্নার্ড ক্যাজেনোভ বলেছেন, তিনি মসজিদে অর্থের ব্যবহারে স্বচ্ছতা নিশ্চিত করতে চান।
ফ্রান্সের মুসলিম কাউন্সিলের প্রধান আনুয়ার কিবেখ বলেছেন, মসজিদগুলোতে অর্থ বরাদ্দ দিতে এক মাসের মধ্যে নতুন একটি ফাউন্ডেশন গঠন করা হবে।
গত মাসের মাঝামাঝি সময়ে তিউনিসিয়ান বংশোদ্ভূত একজন মুসলিম নিস শহরে একটি উৎসবে লরি চাপা দিয়ে ৮৪ জনকে হত্যা করে।
এর আগে গত বছরের নভেম্বরে প্যারিস শহরজুড়ে বন্দুকধারীদের সিরিজ হামলায় ১৩০ জন নিহত হয়।
গত কয়েক বছরে পুরো ইউরোপজুড়ে এ রকম বেশ ক’টি বড় হামলা হয়েছে। তারপর থেকেই ইউরোপজুড়ে সতর্ক অবস্থা রয়েছে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.