ভারতের বিপক্ষে আরো একটি ইনিংস ব্যবধানে হারের আশঙ্কা ভর করেছে ওয়েস্ট ইন্ডিজ শিবিরে। ৩০৫ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ৪৮ রান সংগ্রহ করতেই চারটি উইকেট হারিয়েছে স্বাগতিকরা। প্রায় নিশ্চিত এই হার এড়ানোর জন্য এখন বৃষ্টির প্রার্থনাই করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সমর্থকদের।
এক বা দুই সেশন খেলার সুযোগ পেলেই হয়তো জয় তুলে নিতে পারবে ভারত। কিন্তু শেষপর্যন্ত বিরাট কোহলির দল সেই সুযোগ পাবে কি না তা বলা মুশকিল। মঙ্গলবার চতুর্থ দিনের খেলার বেশির ভাগ সময়ই ছিল বৃষ্টির দাপট। ব্যাট-বলের লড়াই হতে পেরেছে মাত্র ১৫.৫ ওভার। তার মধ্যেই ক্যারিবীয়দের নাজেহাল করে দিয়েছেন ভারতের বোলাররা। তুলে নিয়েছেন চারটি উইকেট।
কিংস্টন টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণার সময় ভারতের স্কোরবোর্ডে জমা হয়েছিল ৫০০ রান। কিন্তু বৃষ্টির কারণে তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনেও খেলা শুরু হতে দেরি হয়েছে বৃষ্টির বাধায়। শেষপর্যন্ত ব্যাট হাতে মাঠে নামার পর ক্যারিবীয় ব্যাটসম্যানদের হয়তো মনে হয়েছিল যে, খেলাটা শুরু না হলেই ভালো হতো। তৃতীয় ওভারেই ইশান্ত শর্মা বোল্ড করে সাজঘরে ফিরিয়েছিলেন উইন্ডিজ ওপেনার রাজেন্দ্র চন্দ্রিকাকে। পরের ১১টি ওভার নির্বিঘ্নেই পার করেছিলেন আরেক ওপেনার ক্রেইগ ব্রাফেট ও ড্যারেন ব্রাভো। কিন্তু ১৩তম ওভারে আবারও ধাক্কা খায় উইন্ডিজ। অমিত মিশ্রর শিকার হয়ে সাজঘরে ফেরেন ব্রাফেট (২৩)। পরের ওভারে মারলন স্যামুয়েলসকেও (০) সাজঘরমুখী করেন মোহাম্মদ সামি। মধ্যাহ্ন বিরতির ঠিক আগের ওভারে ব্রাভোও আউট হন ২০ রান করে। ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাঁড়ায় ৪৮/৪।
তবে বৃষ্টির কারণে আর মাঠে গড়ায়নি চতুর্থ দিনের খেলা। আজ বুধবার পঞ্চম দিনের খেলাও যদি বৃষ্টির বাধায় পণ্ড হয় তাহলে হয়তো আরো একটি ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়াতে পারবে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে তারা এখনো পিছিয়ে আছে ২৫৬ রানে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.