দিয়েগো কস্তার নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লীগে শুভসূচনা হলো অ্যান্তনিও কন্তের। ইতালিয়ান এ কোচ চলতি মৌসুমের শুরুতে ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব নিয়েছেন। ইতালির ক্লাব জুভেন্টাসকে সিরি আ’র টানা তিন শিরোপা জেতানোর কারিগর তিনি। প্রিমিয়ার লীগে এবার কোচের লড়াইয়ে অন্যতম যোদ্ধা তিনি। এই যুদ্ধের শুরুটা তিনি ভালোই করলেন। প্রিমিয়ার লীগে নিজের প্রথম ম্যাচে তার দলের প্রতিপক্ষ ছিল নগরপ্রতিদ্বন্দ্বী ওয়েস্ট হ্যাম। সেই লড়াইয়ে স্টামফোর্ড ব্রিজে সফরকারীদেরকে ২-১ গোলে হারিয়ে তারা শুভসূচনা করেছে। আর চেলসির এই জয়ের নায়ক সব সময় বিতর্কের জালে জড়ালো দিয়েগো কস্তা। ৮৯ মিনিট পর্যন্ত ম্যাচটি ১-১ গোলে সমতা ছিল। শেষ বাঁশি বাজতে বাকি কয়েক মুহূর্ত। নতুন মৌসুমের প্রথম ম্যাচে নিজেদের মাঠেই পয়েন্ট ভাগাভাগির শঙ্কায় তখন চেলসি। ঠিক এ সময় স্বরূপে আবির্ভূত হন স্পেনের স্ট্রাইকার দিয়েগো কস্তা। ২০ গজ দূরের একটি শট জড়িয়ে দেন ওয়েস্ট হ্যামের জালে। স্টামফোর্ড ব্রিজের নীল সমুদ্রে ঢেউ খেলে যায়। নয়া কোচ অ্যান্তনিও কন্তে ছুটে যান দর্শকদের সামনে। শূন্যে লাফিয়ে জয় উদযাপন করেন তিনি। এই গোলের মাধ্যমে কন্তেকে বিশেষ বার্তা দিলেন দিয়েগো কস্তা। তার সাবেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ফিরে যাওয়ার একটা কথা চলছে। অন্যদিকে রোমেলু লুকাকুকে ফিরিয়ে আনতে চাইছেন কন্তে। বেলজিয়ামের এ স্ট্রাইকার ২০১২ সাল থেকে লোনে (ধার) রয়েছেন। ওয়েস্ট হ্যামের পর এখন তিনি এভারটনে। গত মৌসুমে সেখানে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন তিনি। এতে এ মৌসুমে চেলসি তাকে ফিরিয়ে আনতে চাইছে। কোচ কন্তে ক্লাবটির আক্রমণভাগে তাকে রেখেই দল সাজানোর পরিপকল্পনা করছেন বলে জানা গেছে। কিন্তু এদিন শেষ মুহূর্তে জয়সূচক গোল করে বার্তা দিলেন কস্তা। লুকাকুকে আনা হোক বা না হোক- চেলসির আক্রমণভাগে যে কস্তা অপরিহার্য সেটা তিনি জানিয়ে দিলেন। এদিন ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে স্বাগতিক চেলসিকে পেনাল্টিতে এগিয়ে দেন ইডেন হ্যাজার্ড। আর ৭৭ মিনিটে ওয়েস্ট হ্যামকে সমতায় ফেরান জেমস কলিন্স।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.