টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের সেরা জয় পেলো বাংলাদেশ। টি-টোয়েন্টি এশিয়া কাপে গতকাল তারা নেপালকে হারালো ৯২ রানের বিশাল ব্যবধানে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি বাংলাদেশের সপ্তম জয়। এর আগে ২০১৪ সালে তারা সর্বোচ্চ ১৭ রানে জয় নিয়েছিল আয়ারল্যান্ডের নারী দলের বিপক্ষে। কিন্তু সেটা টপকে এবার নয়া রেকর্ড গড়লো বাংলাদেশের মেয়েরা। টি-টোয়েন্টি আসরে ৯২ রানের জয় এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড়। সব মিলিয়ে এটি অষ্টম সর্বোচ্চ রানের জয়। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাঠে টস জিতে আগে ব্যাটে গিয়ে ৪ উইকেটে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। জবাবে নেপালের মেয়েরা ১৭.৩ ওভারে মাত্র ৪১ রানে গুটিয়ে যায়। মেয়েদের টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড। আগের দিন এই নেপাল সর্বনিম্ন রানের নেতিবাচক রেকর্ড গড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে তারা মাত্র ২৩ রানে অলআউট হয়। শ্রীলঙ্কার বিপক্ষে নেপালের আট ব্যাটসম্যান শূন্য রানে ফেরেন। আর বাংলাদেশের বিপক্ষে ৪ জন ফেরেন শূন্য রানে। একজন ছাড়া কারো রান দুই অংকের কোঠা স্পর্শ করেনি। সর্বোচ্চ ১৫ রান করেন উদ্বোধনী ব্যাটার রানা মাগার। বাংলাদেশের লেগস্পিনার ফাহিমা খাতুন ৪ ওভারে মাত্র ৮ রান দিয়ে নেন ৪ উইকেট। বাংলাদেশের মেয়েরা এদিন ৪ উইকেটে করে ১৩৩ রান। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটিই তাদের সর্বোচ্চ রানের ইনিংস। এর আগে তাদের সর্বোচ্চ ১১৭/৬ সংগ্রহ ছিল ইংল্যান্ড নারী দলের বিপক্ষে। এদিন উদ্বোধনী জুটিতে সানজিদা ইসলাম ও নিগার সুলতানা ১১.৩ ওভারে ৭১ রান যোগ করেন। সানজিদা ৪০ বলে ৩৫ রানে ফেরার পর নিগার করেন ৪১ বলে ৩৯ রান। এরপর ২ চারে ১৭ বলে ১৯ করেন শায়লা শারমিন। আর অধিনায়ক রুমানা আহমেদ ২ চারে মাত্র ৯ বলে ১৭ রানে অপরাজিত থাকেন। এই জয়ে ৬ দলের টি-টোয়েন্টি এশিয়া কাপে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে গেছে বাংলাদেশ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৬৪ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডকে হারায় ৩৫ রানে। এতে ৩ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট তাদের। পাকিস্তানের পয়েন্টও ৪। তবে রানরেটে পিছিয়ে তৃতীয় স্থানে তারা। আর তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারতের নারী দল। সংক্ষিপ্ত স্কোর বাংলাদেশ নারী দল: ১৩৩/৪ (সানজিদা ৩৫, নিগার ৩৯, শায়লা ১৯, রুমানা ১৭*, ফাহিমা ৮*, বেলবাসি ১/২৮, মাগার ১/১৮, সঞ্জিতা রায় ২/৩১)। নেপালের নারী দল: ৪১ (মাগার ১৫, বেলবাসি ৭, বার্মা ৯, সুরাইয়া ১/১৪, নাহিদ ২/২, ফাহিমা ৪/৮, রুমানা ১/৭, জাহানারা ১/২, পান্না ১/৮)। ফল: বাংলাদেশ ৯২ রানে জয়ী ম্যাচসেরা: ফাহিমা খাতুন
পাকিস্তানকে হারালো ভারত মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৫ উইকেটে হারালো ভারত। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচ জেতে। তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় তারা। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অন টেকনোলজি মাঠে টস হেরে আগে ব্যাটে গিয়ে পাকিস্তানের মেয়েরা সংগ্রহ করে ৭ উইকেটে ৯৭ রান। জবাবে ৪ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ভারতের উদ্বোধনী ব্যাটার মিতালি রাজ করেন সর্বোচ্চ ৩৬ রান। এছাড়া ৫ নম্বরে নেমে অধিনায়ক হরমনপ্রীত কাউর করেন ২২ বলে ২৬ রান। এর আগে পাকিস্তানের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৩৭ রানে অপরাজিত থাকেন নয়ন আবিদি। আর উদ্বোধনী ব্যাটসম্যান আয়েশা জাফর করেন ৩৬ বলে ২৮ রান। এতে তিন ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। আর ৬ দলের টুর্নামেন্টে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের নারী দল।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.