গোপালগঞ্জে স্কুলে মোবাইল ফোন আনতে নিষেধ করায় প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে মারধর করেছে বখাটে ছাত্র ও অভিভাবকরা। এ ঘটনার প্রতিবাদে স্কুলের শিক্ষার্থীরা দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে। পুলিশ এ ঘটনায় দুজনকে আটক করেছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার উলপুর পিসি (পূর্ণচরণ) উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ওপর এ হামলা চালানো হয়।
আহত প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাসকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রধান শিক্ষককে মারধর করার সময় শিক্ষক বনানী রায় ঠেকাতে গেলে তিনিও আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের নিয়ম ভঙ্গ করে জামিল মিনা গত ১৪ আগস্ট মোবাইল ফোন নিয়ে স্কুলে আসে। বিষয়টি প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাসের নজরে এলে মোবাইল ফোনটি রেখে দেওয়া হয়। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে জামিলকে চড় মারেন প্রধান শিক্ষক। পরে ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থী জামিলও পাল্টা প্রধান শিক্ষককে ঘুষি মারে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, এ ঘটনার খবর পেয়ে কয়েকজন শিক্ষার্থী জামিলকে মারধর করে তাড়িয়ে দেয়। এ ঘটনার জের ধরে প্রধান শিক্ষকের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় অন্য শিক্ষকরা প্রধান শিক্ষককে উলপুর বাসস্ট্যান্ডে এগিয়ে আনতে যান। পথে ওই শিক্ষার্থী ও তার অভিভাবকরা প্রধান শিক্ষককের ওপর হামলা চালায়।
প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস বলেন, ‘আমরা সব শিক্ষক কর্মচারী একসঙ্গে যাচ্ছিলাম স্কুলে। হোসেন মিনা যার ছেলে জামিল মিনা প্রায় ১৫-২০ জন নিয়ে হামলা করে।’
বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. ফরিদুল ইসলাম বলেন, এ ঘটনায় মুসা মিনা (২০) ও আবুল খায়ের মিনা (২০) নামে দুজনকে আটক করা হয়েছে। এরা উলপুর এম এইচ খান কলেজের ছাত্র।
এদিকে প্রধান শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে স্কুলের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। অবিলম্বে দায়ী শিক্ষার্থী ও অভিভাবকের শাস্তি দাবি করেছে তারা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.