একজন অভিনেত্রী। গায়িকা, নৃত্যশিল্পী এমনকি উপস্থাপক। নামের পাশে এর প্রতিটি বিশেষণ জড়িয়ে রয়েছে তার। তিনি আর কেউ নন, জিনাত শানু স্বাগতা। যিনি একাধারে শিল্পের প্রায় সব ক্ষেত্রে বিচরণ করছেন। এখনও পর্দায় সরব স্বাগতা। তবে এ মুহূর্তে নাটকেই বেশি ব্যস্ততা তার। সমপ্রতি কোরবানির ঈদ উপলক্ষে একাধিক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন তিনি। এর মধ্যে দু’টি ছয় ও সাত পর্বের ধারাবাহিক, একটি টেলিছবি, দুটি খণ্ড নাটক রয়েছে। এছাড়া সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় একটি নাটকে অভিনয় করার কথা রয়েছে স্বাগতার। খণ্ড নাটকের পাশাপাশি প্রচার চলতি নাটকের কাজও নিয়মিত করছেন। বর্তমানে ‘বাক্সবন্দি’, ‘সব পাখি নীড়ে ফিরে’, ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’সহ আরো কয়েকটি ধারাবাহিকে অভিনয় করছেন স্বাগতা। তবে এখন থেকে ধারাবাহিক নাটকের কাজ কমিয়ে দেবেন বলে জানান এ অভিনেত্রী। স্বাগতা বলেন, ধারাবাহিকের কাজ করছি। তবে সেটা সংখ্যায় কম। আগের তুলনায় কাজ কমিয়ে দিয়েছি। ভালো গল্প আসছে না। নতুনত্বের অভাব থেকেই যাচ্ছে। তাই ধারাবাহিকের কাজ এখন আগের মতো করা হয় না। তাছাড়া খণ্ড নাটকের প্রতি আমার বরাবরই বিশেষ দুর্বলতা রয়েছে। এ ধাঁচের নাটক একটানা দর্শক দেখে শেষ করতে পারেন। স্বল্প সময়ে তাদের বিনোদন দেয়া যায়। আর ধারাবাহিক তো চলতেই থাকে। বেশিরভাগ ধারাবাহিক প্রথম কয়েক পর্ব প্রচারের পর আর গল্প খুঁজে পাওয়া যায় না। সে সঙ্গে বিজ্ঞাপনের একটা যন্ত্রণা তো আছেই। সব মিলিয়ে বলবো, ধারাবাহিকের অবস্থা ভালো নয়। নাটকের পাশাপাশি নাচ, গান ও উপস্থাপনায় দেখা গেলেও এ মুহূর্তে এসবের কিছুতেই ব্যস্ত নন স্বাগতা। তবে খুব শিগগিরই একটি সুখবর নিয়ে আসছেন তিনি। নতুন একটি অনুষ্ঠান উপস্থাপনার ব্যাপারে কথা চলছে তার। স্বাগতা বলেন, চমকে ভরা একটি অনুষ্ঠান নিয়ে আসছি। সবকিছু এরই মধ্যে চূড়ান্ত। তবে এখনই কিছু বলবো না। প্রচারে আসার আগে জানাবো। এটুকু বলতে পারি, এটা বিশেষ এক চমক হবে। যা কিনা এর আগে কখনোই দর্শক দেখেননি। সেটার অপেক্ষাতেই আছি এখন। বর্তমানে শোবিজের অবস্থা কেমন জানতে চাইলে স্বাগতা বলেন, আমার একটা অভিযোগ অনেকদিনের। বললে সব টিভি চ্যানেল থেকে শুরু করে নির্মাতা অনেকেই ক্ষেপে যাবেন। কিন্তু কথাটা বলা জরুরি। কলকাতার টিভি মাধ্যম একসময় আমাদের দেখে দেখে নাটক বানাতো। আর সেই আমরা এখন তাদের বস্তাপচা নাটক দেখে সেগুলো নকল করছি। যে কয়টি নাটকে কাজ করছি সেগুলো ইন্ডিয়ান কোনো না কোনো সিরিয়ালের নকল। কিন্তু যেখানে ওরা আমাদের ফলো করতো সেখানে কেন আমরা তাদের সিরিয়াল কপি করছি। এখানে আসলে বাজেটসহ আরও কিছু দুর্বলতা রয়েছে। যার কারণে ইন্ডাস্ট্রি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। শোবিজ অঙ্গনে কাজের পাশাপাশি কিছুদিন আগে একটি নতুন কাজে যোগ দিয়েছেন স্বাগতা। বর্তমানে তিনি ‘বঙ্গবিডি ডটকম’ নামের একটি অনলাইন পোর্টালের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছেন। তবে এখানে খণ্ডকালীন কাজ করছেন স্বাগতা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি অভিনেত্রী। এ পরিচয়ে সবার কাছে থাকতে চাই। সে সঙ্গে গান, নাচ কিংবা উপস্থাপনা এসব তো থাকবেই। এর বাইরে এই কাজটি একান্তই আমার ভালোলাগা থেকে করা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.