শিরোপাটি গেল রাশিয়ার নামেই। তবে এতে জড়িয়ে রয়েছে বাংলাদেশের নামও। রিও অলিম্পিকসে রিদমিক জিমন্যাস্টিকসের ব্যক্তিগত অল-এরাউন্ড ইভেন্টের শিরোপা জিতলেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী মার্গারিতা মামুন। আর শিরোপা জয় শেষে তার কণ্ঠে উঠে এলো পিতৃভূমি বাংলাদেশের প্রসঙ্গও। ফাইনালে তিনি পেছনে ফেলেন ২০১২ লন্ডন অলিম্পিকসের স্বর্ণজয়ী রুশ তারকা ইয়ানা কুদরায়েতসেভাকে। ক্যারিয়ারে অল-এরাউন্ড ইভেন্টে কুদরায়েতসেভার বিপক্ষে মার্গারিতা মামুনের এটি প্রথম জয়। হুপ, বল, ক্লাবস ও ফিতার চার রাউন্ডে ৭৬.৪৮৩ স্কোর নিয়ে শিরোপা জেতেন মার্গারিতা মামুন। ৭৫.৪০৮ স্কোর নিয়ে রৌপ্য পদক জেতেন কুদরায়েতসেভা। রাশিয়ায় প্রবাসী মেরিন ইঞ্জিনিয়ার রাজশাহীর ছেলে আবদুল্লাহ আল মামুনের কন্যা মার্গারিতা মামুন জুনিয়র পর্যায়ের জিমন্যাস্টিকসে কিছুদিন বাংলাদেশের হয়ে অংশ নিয়েছিলেন। ‘রিতা- দ্য বেঙ্গল টাইগার’ নামে খ্যাত মার্গারিতা মামুন এ ইভেন্টের বাছাই পর্বে শীর্ষস্থান নিয়েই ফাইনালে পা রেখেছিলেন। ২০১২ লন্ডন অলিম্পিকস ছাড়াও রিদমিক জিম্যানস্টিকস বিশ্বচ্যাম্পিয়নশিপের শেষ তিন আসরে শিরোপার গৌরব কুড়ান রুশ তারকা ইয়ানা কুদরায়েতসেভা। তবে রিওতে বাছাই পর্ব শেষে ফাইনালেও কুদরায়েতসেভাকে পেছনে রাখেন মার্গারিতা মামুন। বাছাইপর্বে এক রাউন্ডে হাত থেকে ক্লাবস (ছোট দণ্ড) ফস্কে গিয়ে পয়েন্ট কাটা যায় মার্গারিতা মামুনের। আর গতকাল ফাইনালে এমন রাউন্ডে হাত থেকে ক্লাবস ফস্কে পয়েন্ট খোয়ান কুদরায়েতসেভা। আর স্বর্ণজয় শেষে ২০ বছরের মার্গারিতা মামুন বলেন, আমি আসলে তা দেখিনি। আমি ভিন্ন জায়গায় পোশাক পাল্টাচ্ছিলাম তখন। আমি পরে তা শুনে কিছুটা অবাক হয়েছি। তার (কুদরায়েতসেভা) এমনটা হয় না সাধারণত। সে খুবই মনোযোগী ও শান্ত স্বভাবের একজন জিমন্যাস্ট। স্বর্ণটা আমার কাছে একবারেই অপ্রত্যাশিত ছিল। অল-এরাউন্ডে প্রতিযোগিতায় আগের প্রত্যেকবারই কুদরায়েতসেভার কাছে আমি হার দেখেছি। আমি স্বর্ণ জয়ের কথা আসলেই ভাবিনি। রুশ সংবাদমাধ্যম রাশিয়ানকে মার্গারিতা মামুন বলেন, এটা জেনে আমি খুবই খুশি যে বাংলাদেশে আমার প্রচুর ভক্ত রয়েছে। এবং তারা আমাকে সমর্থন দিয়ে যাচ্ছেন। বাংলা বলতে পারেন নাকি? মার্গারিতা মামুন বলেন, বাংলায় এক থেকে দশ পর্যন্ত গুনতে পারি আমি। আমার ছোটবেলায় বাবা আমাকে বাংলা শেখাতেন। তবে এখন আমি তা ভুলে গেছি। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকসে প্রথমবারের অন্তর্ভুক্ত হয় রিদমিক জিমন্যাস্টিকস। প্রথমবার এর ব্যক্তিগত শিরোপা জেতে স্পেনের প্রতিযোগী। পরের পাঁচবারই এ শিরোপার গৌরব কুড়ায় রুশরা।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.