সফল অস্ত্রোপচার শেষে ইংল্যান্ড থেকে আজ দেশে ফিরে আসছেন মোস্তাফিজুর রহমান। তরুণ এই পেসার সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে গিয়ে সেখানেই ইনজুরিতে পড়েন। এরপর নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে ইংল্যান্ডেই তার কাঁধে অস্ত্রোপচার হয় ১১ই আগস্ট। এরপর ১০ দিন বিশ্রাম নিয়ে আজ দুপুরে তিনি বাংলাদেশে পা রাখবেন। তবে অস্ত্রোপচার সফল হলেও তিনি দেশে ফিরছেন কঠিন চ্যালেঞ্জ নিয়ে। জানা গেছে তার একেবারে ফিট হয়ে মাঠ ফিরতে ছয় থেকে সাত মাস প্রয়োজন। এ সময় তাকে কঠিন নিয়ম মেনেই রিহ্যাব বা পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয়ে জাতীয় ক্রিকেট দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান মানবজমিনকে বলেন, ‘মোস্তাফিজ কাল (আজ) দেশে আসবে। এরপর আমি বিসিবির চিকিৎসক দেবাশিষের কাছ থেকে বুঝে নেবো তার পুনর্বাসন প্রক্রিয়া। আমাকে দেখতে হবে তার রিহ্যাবের জন্য কি কি নির্দেশনা দেয়া আছে। সেই ভাবে কাজ শুরু করবো। আর সত্যি কথা বলতে কি কবে মাঠে ফিরবে বা ফিট হয়ে কবে ফিরতে পারে তা এখনই বলা মুশকিল। কারণ অপারেশন সহজ বা সফল হলেও এ ধরনের অপারেশনের পর পুনর্বাসন প্রক্রিয়াটাই হলো আসল। সে যদি সব ঠিকঠাক মতো করতে পারে তাহলে হয়তো ৬ মাসের মধ্যে স্বাভাবিক ভাবে বল করতে পারবে বলে মনে করি।’ বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার মোস্তাফিজের মতই কাঁধের ইনজুরি নিয়ে অস্ত্রোপচার ছাড়াই খেলছেন। কারণ তারা সবাই ব্যাটসম্যান। কিন্তু মোস্তাফিজ পেসার হওয়াতে তার অস্ত্রোপচার ছাড়া কোনো বিকল্প ছিল না। বাংলাদেশের আরেক পেসার সৈয়দ রাসেলের কাঁধেও অস্ত্রোপচার হয়েছিল। তার মাঠে ফেরার কথা ছিল অস্ত্রোপচারের তিন মাসের মধ্যে। কিন্তু যে ব্যথার জন্য রাসেলের অস্ত্রোপচার হয়েছিল মাঠে ফিরে দেখা যায় তা আরো দ্বিগুণ হয়ে গেছে। তবে মোস্তাফিজের অস্ত্রোপচারটা কাঁধে হলেও রাসেলের মতো নয়। কিন্তু তারপরও হবে ভীষণ সতর্ক থাকতে হবে বলে জানান, ফিজিও বায়েজিদুল ইসলাম। অন্যদিকে অস্ত্রোপচারের পর ফিট হয়ে মাঠে ফিরলেও সেই আগের আগুন ঝরানো মোস্তাফিজকে পাওয়া যাবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। একটি সূত্রে জানা গেছে, এই ধরনের অস্ত্রোপচারের পর সাধারণত বলের গতি কমে না। কারণ গতি ও অ্যাকশন নির্ভর করে বোলারের মাসলসের ওপর। বোলারের দেহের ক্ষিপ্রতা কমে যায়। যেমন রানিং করার সময় পা তোলা বা ফেলার গতি কমে। আবার যে ডিগ্রিতে হাত ঘোরাতে পারতো সেটিও কমে আসে। যে কারণে অস্ত্রোপচারের পর কিছুটা হলেও পুরনো মোস্তাফিজকে পাওয়া কঠিন হতে পারে।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.