আকাশে জোস্নার ঘ্রান মেঘের ধুসর চুল শুয়ে আছে চাঁদের পিঠে নিকটে স্বচ্ছ বাতাস কাঁচের মতন নিজের প্রতিকৃ্তিহী্ন নিজস্ব আমি নিজেকেই ভুলে যাই মাঝে মাঝে এমনি জোস্নার গন্ধ ভরা রাতে ।
প্রতিটি নিবাসে নিদ্রার পতাকা ওড়ে বস্তির ক্ষুধার আগুনেও নামে ক্লান্ত । হঠাত দুরগামী যাত্রিবাহী বাস চিৎকার করে অতঃপর চলে যায় দ্রুত রাগত ক্ষুব্ধ যেন – যেন এ সবে ঘো্রতর আপত্তি তার আকাশে জোস্নার ঘ্রান আমার চোখের সমুদ্রে তার সহসা লোনা জল সমস্ত অভিমান ভুলে গিয়ে নেমে আসে ।
জোস্নার গন্ধে ভরা রাত বাতাসে নীল ঢেউ সুকো্মল আমার বিনিদ্র চোখে জাগে সুনীল যন্ত্রনা জানি না আমার পাশাপাশি অন্য কেউও রাত্রির অরন্যে সুখ খুঁজে ফেরে কিনা !
জোস্নার গন্ধে ভরা রাতে আকাশের হলুদ ছায়ায় আমি আজীবন খুঁজে যাব তো্মাকে ।
—রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.