অভিনেতা হিসেবেই তার ব্যাপক পরিচিতি। তিনি ফজলুর রহমান বাবু। তবে এর পাশাপাশি তিনি গানও করেন। গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় গান গেয়ে মূলত গায়ক হিসেবে ব্যাপক আলোচনায় আসেন তিনি। এখন পর্যন্ত বেশ কয়েকটি মিক্সড অ্যালবামে গান গাইলেও বাজারে তার একক অ্যালবাম একটি। নাম ‘ডুবাডুবি’। এটি বেশ কয়েক বছর আগে সংগীতা থেকে বাজারে এসেছে। এবার আসছে ফজলুর রহমান বাবুর দ্বিতীয় একক অ্যালবাম। নাম ‘হীরামন পাখি’। এটি বাজারে আসবে সিএমভির ব্যানার থেকে। অ্যালবামে মোট সাতটি গান থাকবে। সব গানের সুর করেছেন নাজির মাহমুদ এবং সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। গতকাল ছিল বাবুর জন্মদিন। তার আগের দিনই অর্থাৎ গেল ২১শে আগস্ট বাবু তার অ্যালবামের সব গান রেকর্ডিংয়ের কাজ শেষ করেছেন। গানগুলো নিয়ে ফজলুর রহমান বাবু বলেন, প্রত্যেকটি গানই ফোক এবং রোমান্টিক ঘরানার। সুরেও তাই রাখার চেষ্টা করা হয়েছে। তবে লিটু তার সংগীতায়োজনে আধুনিক ঘরানাই রেখেছেন। সত্যি বলতে কী আমি সাধারণ শ্রোতাদের জন্য গান করি যেন তারা সহজে আমার গান গাইতে পারেন, সহজে তাদের মন ছুঁয়ে যেতে পারে। আমিতো মূলত অভিনেতা। গান গাই শুধুমাত্র আমার ভক্ত-শ্রোতা-দর্শকের দাবির কারণে। নতুন গানগুলো আমি নিয়ে আশাবাদী। এদিকে গেল ১৯শে আগস্ট মুক্তি পেয়েছে ফজলুর রহমান বাবু অভিনীত তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’ সিনেমাটি। এর আগে বাবু অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘বিহঙ্গ’, ‘শঙ্খনাদ’, ‘মনপুরা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘স্বপ্নডানায়’, ‘আহা’, ‘বৃত্তের বাইরে’। মুক্তির অপেক্ষায় আছে মিজানুর রহমান লাবুর ‘নূরু মিয়া ও তার বিউটি ড্রাইভার’, গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ও প্রসূণ রহমানের ‘ঢাকা ড্রিম’। অন্যদিকে ঈদে বৃন্দাবন দাসের রচনায় তিনটি নাটকে অভিনয় করবেন বাবু।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.