মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই প্রকাশিত হবে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের ১৫ হাজার ই-মেইল। কেন্দ্রীয় আদালতের এক বিচারপতির কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবীরা বলেছেন, ১৪, ২১, ২৮শে অক্টোবর ও ৪ঠা নভেম্বর- চার ধাপে এসব ই-মেইল প্রকাশ করা হবে। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদে পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত সার্ভারে রাষ্ট্রীয় ই-মেইল ব্যবহার করেন হিলারি। এটি প্রকাশিত হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এক পর্যায়ে কিছু ‘ব্যক্তিগত’ ই-মেইল ছাড়া বাকি সব পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেন। পরবর্তীকালে এফবিআই বাকি ই-মেইলগুলোও উদ্ধার করে। ক্রমবর্ধমান চাপের মুখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনজীবী জানিয়েছেন, ৮ই নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগের দিন প্রকাশ করা হবে বাকি ১৫ হাজার ই-মেইল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৪ হাজার ৯০০ নথিপত্র পর্যালোচনা করছে তারা। হিলারির ব্যক্তিগত সার্ভারে রাষ্ট্রীয় সংবেদনশীল ই-মেইল ব্যবহার তদন্তের একপর্যায়ে এসব নথিপত্র বেরিয়ে আসে। এর আগে ক্লিনটনের আইনজীবীরা ২০১৪ সালের ডিসেম্বরে ৩০ হাজার ই-মেইল মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করে। নিজস্ব তদন্তে এফবিআই ক্লিনটনের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ না আনার সিদ্ধান্ত নেয়। কিন্তু সংস্থাটি মন্তব্য করেছে, ই-মেইল পরিচালনার ক্ষেত্রে খুবই অযত্নবান ছিলেন তিনি। কিন্তু এত কিছুর পরও সমালোচনা পিছু ছাড়েনি তার।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.