ঈদে চ্যানেল আই’র অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় ‘কৃষকের ঈদ আনন্দ’ এবার ধারণ করা হয়েছে মানিকগঞ্জ জেলার জয়মন্টপে। এবার এই জেলাকে বেছে নেয়ার পেছনের কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ঢাকার সবচেয়ে নিকটবর্তী এই জেলা কৃষিক্ষেত্রে যেমন দারুণ সম্ভাবনাময়, সাংস্কৃতিক ক্ষেত্রেও এ জেলার রয়েছে গৌরবময় ইতিহাস। এ উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার, বাংলা চলচ্চিত্রের জনক হিরালাল সেনের জন্ম এই মানিকগঞ্জে। এই মাটিতে জন্ম নিয়েছেন ভাষা শহীদ রফিক, বাংলা চলচ্চিত্রের কালজয়ী অভিনেতা খান আতাউর রহমান, কথাসাহিত্যিক মুনির চৌধুরী। বাংলা চলচ্চিত্রের গোড়ার দিকে ৫০, ৬০, ৭০, ৮০’র দশকে কৃষিজীবী, নদীমাতৃক বাংলাদেশের চেহারা ক্যামেরায় তুলে আনার ক্ষেত্রে এই জেলাটিই ছিল অনন্য। এখানে চিত্রধারণ করা হয়েছে অসংখ্য বাংলা চলচ্চিত্রের। সবক’টি বিষয়কেই এবার কৃষকের ঈদ আনন্দে তুলে ধরার জন্যই এখানে অনুষ্ঠানের আয়োজন। এবারও কৃষকের ঈদ আনন্দে থাকবে নতুন অনেক খেলা ও গল্পের আয়োজন। থাকবে মানিকগঞ্জের কৃতী সন্তান ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগমের গানও। কৃষকের ঈদ আনন্দ চ্যানেল আইতে প্রচার হবে ঈদুল আজহার পরদিন বিকাল সাড়ে ৪টায়।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.