আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ওয়ালটন বাজারে ছেড়েছে নতুন নতুন মডেলের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল গৃহস্থালি পণ্য বা হোম অ্যাপ্লায়েন্সেস। নতুন পণ্যগুলো হলো- ওয়ালটনের মাল্টি ফাংশনাল এলইডি প্যানেল, যা রিমোট কন্ট্রোলচালিত। এগুলো দুই ধরনের আলো দেয় আর সহজেই এর আলো বাড়ানো-কমানো যায়। ডাউন ক্যাচিং এলইডি লাইট, যা ইন্টেরিওর ডেকোরেশনে ব্যবহার উপযোগী। গ্যাস স্টোভগুলো পাওয়া যাচ্ছে ৩১০০ ও ৩৩২৫ টাকায়। রিমোট কন্ট্রোল সংবলিত নতুন মডেলের ওয়াল ফ্যান। যার দাম ধরা হয়েছে ৩৪০০ টাকা। সেইসঙ্গে বাজারে গ্রাহকপ্রিয়তা পেয়েছে ওয়ালটনের সিলিং ফ্যান। এছাড়া গ্যাং সিরিজের সুইচ-সকেটের মধ্যে মাল্টি পিন সকেট, টিভি সকেট, টেলিফোন সকেট, ডাটা ক্যাবল সকেট ইত্যাদি পণ্য বাজারে এনেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটনের নির্বাহী পরিচালক ও বিপণন বিভাগের প্রধান সমন্বয়ক ইভা রেজওয়ানা বলেন, ইন্টারন্যাশনাল ইলেকট্রো টেকনিক্যাল কমিশন (আইইসি) ও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড অনুসারে নিজস্ব কারখানায় বেশকিছু হোম অ্যাপ্লায়েন্স তৈরি করছে ওয়ালটন। উচ্চমানের এসব পণ্যের দামও ক্রেতাদের হাতের নাগালে। ফলে দিন দিন বাড়ছে এসব পণ্যের চাহিদা। তিনি বলেন, কোরবানি ঈদকে ঘিরে অ্যাপ্লায়েন্সের বিক্রি বেড়েছে আশাতীত। তিনি আশা করেন, খুব শিগগিরই ফ্রিজ, এসি ও টিভির মতো অ্যাপ্লায়েন্সেও ওয়ালটন শীর্ষ ব্র্যান্ডে পরিণত হবে। ওয়ালটন হোম অ্যাপ্লায়েন্স বিপণন বিভাগের কর্মকর্তারা জানান, চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাইয়ে ওয়ালটনের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের বিক্রি বেড়েছে প্রায় ১২.৫ শতাংশ। তবে চলতি মাস শেষ হতে আরো দুইদিন বাকি থাকলেও এরইমধ্যে জুলাই মাসের তুলনায় প্রায় দ্বিগুণ পণ্য বিক্রি হয়েছে। ওয়ালটন স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান মো. মুক্তাদির বিল্লাহ বলেন, ঈদের বাড়তি চাহিদার সিংহভাগ পূরণে ওয়ালটন ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বর্তমানে শতাধিক মডেলের হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস বাজারজাত করছে ওয়ালটন। এছাড়া প্রোডাক্ট লাইনে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে আরো নতুন নতুন পণ্য।
Your email address will not be published. Required fields are marked *
Save my name, email, and website in this browser for the next time I comment.